Howrah Station: ট্রেনের জন্য ছুটতে গিয়ে পিছলবে না পা, হাওড়া স্টেশনে মোজাইক সরে আসছে রাফ গ্রানাইট

Howrah Station: ভারতের মতো বিশাল দেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রেল লাইন। সেরকমই রয়েছে বড়ো বড়ো শহরের কিছু রেলস্টেশন যেগুলিতে প্রতিদিন লক্ষাধিক মানুষের আনাগোনা লেগে থাকে। ভারতের ব্যস্ততম রেল স্টেশন হিসেবে হাওড়া স্টেশনের নাম শোনেনি এমন মানুষ বোধ হয় নেই। পশ্চিমবঙ্গে অবস্থিত এই হাওড়া স্টেশন থেকে গোটা ভারতবর্ষের প্রতিটি কোনায় পৌঁছানোর জন্য পাওয়া যায় ট্রেন।

দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া আসা করা ছাড়াও একাধিক লোকাল ট্রেনও চলে এই হাওড়া স্টেশন (Howrah Station) থেকে। কোথাও যাত্রা বা বাড়ি ফেরার ব্যস্ততায় যাত্রীদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো। তবে স্টেশনের বেশকিছু প্লাটফর্মে মোজাইক করা থাকায় তাড়াহুড়োতে প্রায়ই জুতো এবং প্ল্যাটফর্মের ঘর্ষণে পা পিছলে গিয়ে বিপদে পড়েন যাত্রীরা।

প্লাটফর্মে স্বাচ্ছন্দ্যে চলতে যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলের তরফে বদলে দেওয়া হচ্ছে হাওড়া স্টেশনের (Howrah Station) মোজাইক ফ্লোর। মূলত জুতোর সাথে প্ল্যাটফর্মের ঘর্ষণজনিত সমস্যা কাটাতে এই সিদ্ধান্তের পথে হাঁটছে রেল। মোজাইক প্লাটফর্মের বদলে আসতে চলেছে রাফ গ্রানাইট। এতে চলাফেরার সময় যাত্রীদের পা হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। বিশেষত দ্রুত যাওয়া বা আসার ক্ষেত্রেই এই সমস্যা হতো যাত্রীদের।

আরো পড়ুন: ডিসেম্বরেই বন্ধ হতে চলেছে বারাসাত উড়ালপুল, সমস্যায় হকার থেকে নিত্যযাত্রী সকলেই

এই বিষয়ে হাওড়া স্টেশনের (Howrah Station) ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন স্টেশনের ৮, ৯, ২১ ও ২২ নম্বর প্লাটফর্মে আগে কাজ শুরু হবে। এরপর ধীরে ধীরে অন্য প্লাটফর্মগুলিতেও একই ভাবে কাজ হবে। মোজাইক মেঝে অনেক পুরানো হওয়ার জন্য যাতায়াতের সময় তা ক্ষয়ে গিয়েছে ফলে যাত্রীদের যাতায়াতে সমস্যা তো হতই সঙ্গে ধুলেও পরিষ্কার করা যেতনা প্লাটফর্ম। এদিকে যদি ওই জায়গায় গ্রানাইট বসানো হয় তবে সেটা আরো পরিচ্ছন্ন এবং ভালো দেখতে হবে। গ্রানাইট পরিষ্কার করাতেও কোনো অসুবিধা হয়না থাকবে না কোনো ঘর্ষণজনিত বাধাও। ফলে যাত্রীরা সহজ এবং স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারবেন।

অন্যদিকে রাফ গ্রানাইটের ভঙ্গুরতা কম হওয়ায় দেরিতে ক্ষয়প্রাপ্ত হবে ফলে রেল দীর্ঘদিন নিশ্চিন্ত থাকতে পারবে। হাওড়া স্টেশনে ৮ ও ৯ নাম্বার প্লাটফর্ম দুটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই দুটি স্টেশন থেকেই গুরুত্বপুর্ণ ট্রেনগুলো ছাড়া হয়। সেই জন্যই সবার আগে এই দুটি প্লাটফর্মে গ্রানাইট বসানোর কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন হাওড়া স্টেশনের (Howrah Station) দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এই দুই স্টেশনের মাঝে রয়েছে ক্যাব ওয়ে যার জন্য প্লাটফর্ম দুটি যাতে সুদৃশ্য হয় সেদিকেও নজর দিতে চাইছে কর্তৃপক্ষ। যাত্রী সুবিধার্থে দ্রুত এই কাজ শেষ করতে উদ্যোগ নিয়েছে পূর্ব রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *