Site icon লোকাল সংবাদ

Ticketless Passengers: ৫৮৮ টি মামলার জরিমানায় আদায় ১.৫ লক্ষ, বড় সড় অভিযান শিয়ালদহে

Ticketless Passengers

Representative

Ticketless Passengers: বর্তমানে প্রযুক্তি যত উন্নত হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন জিনিসের পরিবর্তন হচ্ছে। মানুষ যত আপডেট হচ্ছেন, তত আধুনিক হচ্ছে আমাদের বেঁচে থাকার বিভিন্ন বিষয়। দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিয়ে আমূল পরিবর্তন হচ্ছে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জিনিসগুলির। যেমন একটা সময় কোন জিনিস কিনতে গেলে আমরা বাড়ির বাইরে বেরিয়ে বাজারে যেতাম, এখন অনলাইনে অর্ডার করলেই আমরা জিনিস পেয়ে যায়।

বর্তমানে অনলাইন পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিসেবা ব্যাঙ্ক থেকে শুরু করে দোকানের কেনাকাটা সবকিছুই হয় অনলাইন পেমেন্টের মাধ্যমে। রেলের ক্ষেত্রে টিকিট কাটতে গেলেও অনলাইন পরিষেবা। এখন আর সকল মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটেন না। অনলাইনে আগেভাগে সকলেই টিকিট কেটে রাখেন। এছাড়া অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, এত কিছুর পরে কিছু মানুষ বিনা টিকিটে (Ticketless Passengers) যাত্রা করেন।

বিনা টিকিটে (Ticketless Passengers) যাত্রা করা দণ্ডনীয় অপরাধ জানার পরেও, অনলাইনে টিকিট কাটার সুবিধা থাকার পরেও প্রতিদিন অসংখ্য মানুষ বিনা টিকিটে ধরা পড়েন। সম্প্রতি একদিনেই ৫৮৮ টি মামলা করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনে ৫৮৮ টি মামলা রুজু হয়েছে একদিনেই, হাওড়া শিয়ালদহ লাইনে টিকিট চেকিং এর ক্ষেত্র অতিরিক্ত কড়াকড়ি শুরু হলে দেখা যায় অসংখ্য মানুষ টিকিট না কেটেই রেল যাত্রা করছে।

আরো পড়ুন: যাত্রীর অভাবে বগি কমানো হয়েছে, প্রশ্নের মুখে এই বন্দে ভারত এক্সপ্রেসের ভবিষ্যৎ

বিনা টিকিটে (Ticketless Passengers) যাত্রা করা এই সকল মানুষদেরকে ধরবার জন্য শিয়ালদহ বনগাঁ শাখাতে টিকিট না কেটে কাউকে ট্রেনে যাত্রা করতে দেখলেই হাতেনাতে ধরে ফেলছেন টিকিট পরিক্ষকরা। এর ফলে একদিনেই ৫৮৮টি মামলা রুজু হয়েছে আর অভিযুক্ত ব্যক্তিদের জরিমানা করে রেল আইন অনুযায়ী আদায় হয়েছে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৭৫৫ টাকা। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে জরিমানা এড়ানোর জন্য সাধারণ মানুষকে অনলাইনে টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

টিকিট পরীক্ষক থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ প্রত্যেকেই হতবাক হয়েছেন যে একটা সময় ছিল যখন রেললাইনের টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হত, এক্ষেত্রে হয়তো দেখা যেত তাড়াহুড়োতে অনেক মানুষ টিকিট কাটতে না পেরে বাধ্য হয়ে ট্রেন ধরছেন। কিন্তু বর্তমানে প্রযুক্তি এত উন্নত যেখানে চাইলেই রাস্তায় বেরিয়ে ট্রেনে ওঠার আগের মুহূর্ত পর্যন্ত অনলাইনে বসেই টিকিট কাটা যায় সেখানে এত সংখ্যক মানুষ বিনা টিকিটে (Ticketless Passengers) ভ্রমন করছেন দেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বৈধ টিকিট ও বৈধ পরিচয় পত্র নিয়ে ভ্রমন করতে। এতে কতটা কাজ হবে তা বলে দেবে সময়।

Exit mobile version