Tab Corruption: রাজ্যের একাধিক প্রকল্পের দুর্নীতির অভিযোগে কার্যত জেরবার রাজ্য রাজনীতি। রেশন দুর্নীতি থেকে আবাস যোজনার দুর্নীতি কখনও কিছুতেই নিখাদ পরিষেবা দিতে সফল হচ্ছেনা রাজ্য। সাধারণের কল্যাণের জন্য একাধিক সরকারি সুবিধা থাকলেও রাজ্যের বিভিন্ন স্তরে দুর্নীতির খবরও নেহাত কম নয়। এবার দুর্নীতির অভিযোগ উঠলো রাজ্যের ট্যাব প্রকল্পের ক্ষেত্রেও।
জানা যাচ্ছে ট্যাবের টাকা নিয়েও চলছে দুর্নীতি। বিদ্যালয়ের পড়ুয়াদের ট্যাব কেনার প্রাপ্য টাকা পড়ুয়াদের ব্যাংক একাউন্টের বদলে চলে যাচ্ছে অন্যদের একাউন্টে। অভিযোগ সামনে আসার পর থেকে শোরগোল পড়ে গেছে রাজ্যের বিভিন্ন স্তরে। আর তাই এই পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিতে চাইছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ। এদিনের এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বাবুও উপস্থিত ছিলেন!
জানা যাচ্ছে এবার প্রায় দুই কোটি টাকার দুর্নীতি (Tab Corruption) হয়েছে এই প্রকল্পের। মূলত পাঁচ জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই সোমবার এই ৫টি জেলার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি,মালদহ এবং দক্ষিণ দিনাজপুর। এদিনের এই বৈঠকে পুলিশের ডিজি রাজীব কুমার ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব এবং প্রাক্তন শিক্ষাসচিবও।
আরো পড়ুন: কেমন হওয়া উচিত পাসওয়ার্ড, সতর্ক থাকতে হবে সমাজ মাধ্যমে দিলো বার্তা কলকাতা পুলিশ
এদিন বৈঠকে দুর্নীতি নিয়ে আলোচনা করেন এইসব বিশিষ্ট ব্যক্তিরা। এক জেলার বরাদ্দ টাকা অন্য আরেক জেলায় চলে যাওয়ার অভিযোগ ওঠায় প্রশ্ন উঠছে পরিকাঠামো নিয়ে। তাই এই সমস্যার গভীরে যেতে চাইছে রাজ্যের সরকার। এই প্রসঙ্গে রাজ্য পুলিশকে সরকারের তরফে দ্রুত দুর্নীতির (Tab Corruption) সাথে যুক্ত ব্যক্তিদের সনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো একজন বা যদি কোনো চক্র এর সাথে জড়িত থাকে তবে তাদের দ্রুত গ্রেফতার করে বিষয়টির নিষ্পত্তি করতে বলা হয়েছে।
রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের ক্ষেত্রেই নয় বরং দুর্নীতির অভিযোগ উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা সহ একাধিক রাজ্য সরকারি প্রকল্পের ক্ষেত্রেও। শোনা যাচ্ছে এইসব প্রকল্পের টাকাও উপভোক্তাদের একাউন্টে না গিয়ে যাচ্ছে দুর্নীতি (Tab Corruption) পরায়ন কিছু ব্যক্তির একাউন্টে। আর সেই জন্যই এবার টাকা পাঠানোর ক্ষেত্রেও বাড়তি সতর্কতা রাখতে চলেছে রাজ্য সরকারি দপ্তরগুলি। জানা যাচ্ছে ওই পাঁচটি জেলার যেসব বিদ্যালয়ে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ এসেছে সেইসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথেও বিষয়টি আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।