Cancer Vaccine: ক্যান্সারে মৃত্যু আর নয়, মারণ রোগের ইতি টেনে সাড়া ফেলল রাশিয়া

Cancer Vaccine: সুন্দর বিশ্বে একমাত্র অপ্রতিহত রোগ হলো ক্যান্সার। দিন দিন যেনো ছোয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ছে ক্যান্সার। বয়স এবং লিঙ্গ নির্বিশেষে ভুক্তভুগী সকলেই। আর সবচেয়ে বড় অসস্তিকর বিষয় হলো এই রোগের এখনও কোনো নির্দিষ্ট ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি। শুধুমাত্র কেমো থেরাপি দিয়েই এই রোগ প্রতিরোধের চেষ্টা করা হয়। তবে তাতেও এর নির্মূল সম্ভব হয়না। পুনরায় ফিরে আসে এই রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শুধুমাত্র রোগ প্রথমাবস্থায় ধরা পড়লে তবেই এর থেকে পুরোপুরি মুক্তি সম্ভব হয়।

সময়ের সাথে বিশ্বের প্রতিটি দেশের কোনায় কোনায় থাবা বসাচ্ছে এই মারণ রোগ ক্যান্সার। কোটি কোটি টাকা ব্যয় করেও অনেক ক্ষেত্রেই প্রাণ বাঁচানো দায় হয়ে পড়ছে আক্রান্তদের। এখনও পর্যন্ত অগণিত প্রাণ গিয়েছে এই রোগে। সঙ্গে বাড়ছে এর আক্রান্তের সংখ্যাও। এবার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনলো রাশিয়ার আবিষ্কৃত ভ্যাকসিন (Cancer Vaccine)। সম্প্রতি এমনই এক তথ্যে আলোড়ন ফেলেছে গোটা বিশ্বে। ক্যান্সার টিকা আবিষ্কারের দাবি করলো রাশিয়া।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২০২৫ সালের শুরু থেকে রাশিয়ার মানুষদের জন্য বিনামূল্যে এই ক্যান্সারের টিকা (Cancer Vaccine) দেওয়ার কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে রাশিয়ার বিজ্ঞানীরা NRNA বা মেসেঞ্জার RNA প্রযুক্তি ব্যবহার করে এই জীবনদায়ী টিকা আবিষ্কার করেছেন বলে দাবি। ইতিমধ্যেই ট্রায়াল দেওয়ার কাজও সম্পন্ন করেছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক। আর সেই ট্রায়ালে ভালো প্রভাব ফেলতে দেখা গিয়েছে এই ভ্যাকসিনের।

আরো পড়ুন: স্তন ক্যান্সার, প্রতিকারের পথ দেখালো বিশ্বভারতী

ওই দেশের ক্যান্সার রোগীদের উপর এই টিকা ট্রায়াল দেওয়ার পর দেখা গিয়েছে রোগীর শরীরে টিউমার সৃষ্টিকারী কোষের বিভাজন বন্ধ করে দেওয়া গেছে। ফলে স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে ক্যান্সার রোগের সৃষ্টি হয় টিউমার থেকেই এখন এই ক্যান্সারের টিকা (Cancer Vaccine) যদি টিউমার প্রতিরোধ করতে পারে তবে নিঃসন্দেহে মানব দেহ থেকে ক্যান্সারের ঝুঁকি কমে যেতে পারে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই ওই দেশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন জানান তাঁর দেশের বিজ্ঞানীরা ক্যান্সারের টিকা প্রায় আবিষ্কার করে ফেলেছেন।

তবে এই ক্যান্সারের টিকা (Cancer Vaccine) কোন ধরনের ক্যান্সারের উপর কাজ করবে এবং কতটা পরিমাণ দেওয়া হবে সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি রাশিয়ার তরফে। প্রকাশ্যে আনা হয়নি কোনো নামও। তবে যেহেতু ক্যান্সারের মতো রোগ এখন সব ধরনের মানুষের জন্য জীবনের প্রশ্ন তুলছে তাই সত্যিই যদি এই ভ্যাকসিন আবিষ্কারে রোগ নিরাময় হয় তবে বিশ্বে শোরগোল পড়তে বাধ্য। চিকিৎসা শাস্ত্রে এক বিপ্লব নিয়ে আসবে এই আবিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *