Vladimir Putin: ভারত সফরে পুতিন, সঙ্গে থাকছে উপহার। ভারত সফরে আসতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন। এমনিতে বিশ্বজুড়ে সুখ্যাতি বলে তার তেমন কিছু নেই। যা আছে পুরোটাই কুখ্যাতি বলাই ভালো। তার কার্যকলাপের জন্য ২১ শতকের হিটলার বলেও অভিহিত করা হয়েছে তাকে। তিনি এবার আসতে চলেছেন ভারত সফরে। মস্কোর তরফ থেকে এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানানো হয়েছে। তবে নির্দিষ্ট কোনো দিন এখনো পর্যন্ত জানানো হয়নি।
কিছুদিন আগেই মস্কো সফরে গিয়েছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে গিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের (Vladimir Putin) সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। এই বৈঠকের পরই তিনি পুতিনকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর গত অক্টোবর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দেয়ার জন্য আবারো রাশিয়া যান প্রধানমন্ত্রী। তখনো আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকে যোগদান করেন পুতিনের সঙ্গে। রাশিয়ার পক্ষ থেকে দেওয়া ভিডিও বার্তার মাধ্যমে এই তথ্য তুলে ধরা হয়েছে। সেই বার্তায় জানানো হয়েছে, এই বছর পরপর দুবার রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারত সফরে আসতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন। খুব শীঘ্রই নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করা সম্ভব হবে।
তবে ভ্লাদিমার পুতিনের (Vladimir Putin) পক্ষে বিদেশ সফরে যাওয়াটা বর্তমানে এখন আর ততটাও সোজা নেই। কারণ তার উপর রয়েছে একাধিক আন্তর্জাতিক অপরাধের অভিযোগ। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। সেই কারণেই গত দুবছরে চীন এবং উত্তর কোরিয়া ছাড়া আর কোন বিদেশ ভ্রমণে যেতে পারেননি তিনি। পুতিনের নির্দেশে ইউক্রেনের উপর হামলা চালিয়ে ছিল রুশ সেনা। তারপর থেকে আজ অবধি থামেনি যুদ্ধ। এই সংঘর্ষ বাঁধার কারণ হিসেবে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
আরো পড়ুন: জানেন কি! শুধু উত্তর নয়, দক্ষিণ ভারতের এই গ্রামেও পড়ে বরফ
এই পরিস্থিতিতে ভ্লাদিমার পুতিনের (Vladimir Putin) ভারত সফরে আসাটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের। কারণ ইউক্রেন এবং রাশিয়া দুই দলই নিজেদের বিবাদ মেটানোর জন্য নতুন দিল্লির সমর্থন চাইছে। তাই সমঝোতা করার আগে বন্ধুর সমর্থন নিশ্চিত করতেই কি আসছেন রুশ প্রেসিডেন্ট? যদিও বিদেশ মন্ত্রকের তরফ থেকে এ কথা জানানো হয়নি। তারা জানিয়েছে প্রতিবছরই ভারত সফরে আসা হয় কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য। কিন্তু দু বছর ধরে যুদ্ধের কারণে তা সম্ভব হয়নি। তাই এবার আবারো ভারতে আসতে চলেছে রাশিয়া প্রেসিডেন্ট।
সম্প্রতি আবারও আমেরিকার প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছে ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য এই পদে জায়গা করে নিলেন তিনি। প্রেসিডেন্ট পদে যোগদান করার সাথে সাথে ইউক্রেনকে কোন প্রকার অর্থ বা হাতিয়ার দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটন থেকে হাতিয়ার আসা বন্ধ হয়ে গেলে পুতিনের (Vladimir Putin) জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই হয়তো খানিকটা নিশ্চিন্ত হয়েই আবারো দেশের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে চাইছেন ভ্লাদিমার পুতিন।