Best Helmet: বেপরোয়া জীবন যাপন এবং অতি তৎপরতায় সারা দেশ সাক্ষী থাকছে পর পর দুর্ঘটনার। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতাও কোনো অংশে পিছিয়ে নেই। আকছার দুর্ঘটনার সাক্ষী থাকছে মহানগরীর পথ-ঘাট। তাই এবার পথ নিরাপত্তা এবং যাত্রী সুরক্ষা আরও মজবুত করতে বৃহস্পতিবার একটি জরুরি বৈঠকের ডাক দেন রাজ্যের হেভী ওয়েট ব্যক্তিরা। ওই বৈঠকে স্নেহাশীষ চক্রবর্তী ও ফিরহাদ হাকিমের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে। রাজ্যের দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের মাথা সুরক্ষিত রাখতে এদিন হেলমেট নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হলো।
শুক্রবার সরকারি ভাবে পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তরের পক্ষ থেকে নিরাপদ হেলমেট সংক্রান্ত এই বিজ্ঞপ্তি সামনে আনা হলো। তাতে রাজ্যের তরফে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো বাইক আরোহীদের জন্য নিরাপদ হেলমেট (Safest Helmet) কেনার মানদণ্ড। বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পরামর্শের Indian standard 4151:2015 হলমার্কের হেলমেট পড়তে হবে। এটি বিশেষত বাইক আরোহীদের নিরাপত্তা আরও কিছুটা মজবুত করতে সক্ষম হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
দু চাকার গাড়িতে হেলমেট বাঞ্ছনীয় করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই প্রসঙ্গে রাজ্যের রাস্তায় একাধিক হোডিংও দেওয়া হয়েছে। যিনি চালাচ্ছেন এবং যে সওয়ার হচ্ছে উভয় ক্ষেত্রেই হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। চার বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রেও একই নিয়ম করা হয়েছে। তবে আকছার গোটা রাজ্যে এই নিয়ম লঙ্ঘনকারী যানবাহনও দেখা যায় এবং এর সংখ্যাও নেহাত কম নয়।
আরো পড়ুন: ট্রাম ডিপো ভেঙে গড়ে উঠবে ফ্ল্যাট ক্যাফে, শুরু হয়েছে প্রমোটারি খেলা
হেলমেট ছাড়া বাইক চালালে দুর্ঘটনার কবলে পড়লে অনেক ক্ষেত্রেই দেখা যায় বাইক তো বটেই, সঙ্গে হেলমেট ছাড়া সওয়ারের প্রাণহানির মতো সমস্যা হয়। মাথাকে মানব শরীরের গুরুত্বপুর্ণ অঙ্গ হিসেবে ধরা হয়। যদি দুর্ঘটনায় মাথায় চোট আসে তবে সেক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত আরোহীকে প্রাণদায়ী অবস্থার সম্মুখীন হতে হয়। অনেক সময় হেলমেটের গুনগত মান ঠিক না থাকলে হেলমেট পড়া অবস্থাতেও হতে পারে প্রাণহানীর মতো বিপদ। তাই এবার রাজ্যের তরফে বেঁধে দেওয়া হলো নিরাপদ হেলমেটের (Safest Helmet) মানদণ্ড।
নতুন এই নির্দেশিকায় জানা যাচ্ছে Indian standard 4151:2015 হেলমেট ব্যবহার করার নিয়ম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করা হবে। এবার থেকে এই নিরাপদ হেলমেট (Safest Helmet) ব্যবহার না করলে সরকারের তরফে নেওয়া হবে কড়া ব্যবস্থা। মূলত প্রাণহানি এবং দুর্ঘটনা এড়াতে এই পথ অনুসরণ করতে চলেছে রাজ্য।