Sai Pallavi: ভারতীয় সেনা নিয়ে মন্তব্য করে জনরোষের মুখে সাই পল্লবী! কি বলেছিলেন তিনি

Sai Pallavi: ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সাই পল্লবী (Sai Pallavi)। যাকে মূলত তামিল, তেলেগু ছবিতে অভিনয় করতে দেখা যায়। তাই বর্তমানে ‘রামায়ণ’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী সাই পল্লবী। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতেশ তিওয়ারি। সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। জোরকদমে চলছে সেই ছবির কাজ। তবে এরই মধ্যে ভারতের সৈন্যদল সেনাদের নিয়ে এক মন্তব্যের জেরে জনরোষের আক্রমণে পড়লেন সাই পল্লবী। সমাজ মাধ্যমে শিরোনামে উঠে এলো তার নাম। কিন্তু কেন? ভারতীয় সৈন্যদল নিয়ে কি এমন মন্তব্য করেছিলেন অভিনেত্রী? যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন নেটবাসী।

ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে। ভারতীয় সৈন্যদল নিয়ে এক আপত্তিকর মন্তব্য করেছিলেন অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। সম্প্রতিক সেই মন্তব্যের ভিডিওই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি তার মন্তব্যের বিরোধিতা করে অনেকেই নেটদুনিয়ায় নৈতিকতার পাঠ করিয়েছেন অভিনেত্রী সাই পল্লবীকে। আবার কেউ কেউ এই মন্তব্য তুলে ‘রামায়ণ’-এ অভিনেত্রীর সীতার চরিত্রে অভিনয় করা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারোর উক্তি, যিনি দেশের সেনাদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন, তাকে সিতার চরিত্রে অভিনয় করতে দেখলে ভাবাবেগে আঘাত লাগে। ভারতীয় সেনাদের নিয়ে কোন মন্তব্য করেছিলেন অভিনেত্রী? যার কারণে তার অভিনয় নিয়ে প্রশ্ন?

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাই পল্লবী ভারতীয় সৈন্যদলের সাথে জঙ্গি গোষ্ঠীর তুলনা করে। তিনি বলেন, পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সৈন্যদল একটি জঙ্গি সংগঠন। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে তা নয়, তাই তিনি হিংসার অর্থ বুঝতে পারেন না। আর এই মন্তব্যই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। দেশের সেনাদের সাথে জঙ্গি গোষ্ঠীর তুলনা? এটাই মেনে নিতে পারেননি নেটজনতা। তার জেরেই সাই পল্লবীর ওপর কটাক্ষ নেটবাসীর।

আরো পড়ুন: আবারো ভূস্বর্গে সন্ত্রাসী, পাকিস্তানকে সতর্ক করল ভারত

অভিনেত্রীর এই মন্তব্যে কেউ কেউ বলেন ভারতীয় সেনাদল জঙ্গিগোষ্ঠীত নয়, বরং সেই সৈন্যদলের ওপরে বিনা তর্কে চলে আক্রমণ। যা দক্ষতার সহিত সামলায় ভারতের সৈন্যদল। মূলত এই কারণেই জনরোষের মুখে পড়েন অভিনেত্রী সাই পল্লবী।

তবে শুধু এই মন্তব্য ঘিরে নয়, সাম্প্রতিক এক ব্যক্তিগত কারণেও নেটজনতার সমালোচনার সম্মুখীন হয়েছেন ‘রামায়ণ’-এর সীতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর প্রেমের সম্পর্কের কথা। শোনা যাচ্ছে এক বিবাহিত অভিনেতার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। তবে শুধু বিবাহিত নন, এই অভিনেতার একটি সন্তানও রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ছড়িয়ে পড়লেও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী পল্লবী। তাই এই মন্তব্য সত্যতাহীন থাকায় বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পল্লবী ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *