New Governor of RBI: গত ৯ই ডিসেম্বর রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্রাকে রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। রাজস্ব সচিব পদ থেকে হলেন রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর (New Governor of RBI)। বুধবার নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন এই নতুন গভর্নর। জানা যাচ্ছে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব নিচ্ছেন সঞ্জয়। সরকারের তরফে একটি বিবৃতি জারি করে এই ঘটনার কথা জানানো হয়েছে। এই খবর সামনে আসার পরেই এর প্রভাব পড়তে দেখা গিয়েছে ভারতীয় শেয়ার বাজারেও।
জানা যাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই নতুন গভর্নর (New Governor of RBI) ১৯৯০ সালের একজন IAS! তিনি রাজস্থান ক্যাডারের একজন অফিসার ছিলেন। এবার তিনিই হলেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংকের গভর্নর। ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের এই IAS অফিসার রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন বলে জানা যাচ্ছে। সঞ্জয় ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের ২৬তম গভর্নর হিসেবে নিযুক্ত হলেন বলে জানা যাচ্ছে।
নতুন নিয়োজিত রিজার্ভ ব্যাংকের এই গভর্নর ITI কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট সম্পূর্ণ করেন। এরপর তিনি আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির পাবলিক পলিসির উপর মাস্টার্স সম্পন্ন করেন। এর পর দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবন কাটিয়েছেন ভারতের সরকারি কর্মী হিসেবে। এতদিন একাধিক উল্লেখযোগ্য পদের দায়িত্বে ছিলেন সঞ্জয়। পাওয়ার, ফাইন্যান্স, ট্যাক্স, তথ্য প্রযুক্তি এবং খনি সংক্রান্ত একাধিক গুরুত্বপুর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে আরও বড়ো দায়িত্বে। সেভাবে বলতে গেলে এবার তাঁর সিদ্ধান্তের উপর নির্ভর করে হবে ভারতের অর্থনীতির বিকাশ।
আরো পড়ুন: নতুন গভর্নরের নাম ঘোষণা, টাকার মূল্য পৌঁছালো তলানিতে
এর আগে তিনি ভারত সরকারের রাজস্ব সচিব হিসেবে কাজ করছিলেন। অর্থনীতি এবং ট্যাক্স সংক্রান্ত তিনি দক্ষহস্ত হওয়ায় এই বিশাল দায়িত্বে সরকারের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে সঞ্জয়কে। ভারত সরকারের কর সংক্রান্ত পলিসি তৈরি করতে তাঁর ভূমিকা অপরিসীম। ভারতের মুদ্রাস্ফীতির হারের নিয়ন্ত্রণ করতে এই জ্ঞানী মানুষকে দায়িত্ব দেওয়ায় খুশি বিশেষজ্ঞ মহল। নতুন করে গভর্নর (New Governor of RBI) নিয়োজনের ফলে ভারতের অর্থনৈতিক বিষয়ে সার্বিক বিকাশ হতে চলেছে বলে আশাবাদী সব মহল।
এদিকে ২০১৮ সালের ১২ই ডিসেম্বর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে যোগ দিয়েছিলেন শক্তিকান্ত দাস। গতকাল অর্থাৎ বুধবার তাঁর দারিত্বের মেয়াদ শেষ হয়েছে। সেদিনই নতুন গভর্নর (New Governor of RBI) হিসেবে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন সঞ্জয় মলহোত্রা। এই নতুন দায়িত্ব ভার পেয়ে সঞ্জয় কিভাবে ভারতের অর্থনীতির বিকাশ করে সেদিকেই এখন নজর গোটা দেশের।