Sara Tendulkar: পৃথিবীর অন্যতম বৃহৎ ই-ক্রিকেট লিগ হল গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ বা জিইপিএল। চলতি বছরে এই লিগের জন্য নিজস্ব দল কিনলেন শচীনকন্যা সারা তেন্ডুলকার। বাবা যেখানে জনপ্রিয় ক্রিকেটার সেখানে কন্যা হয়ে গেলেন একটি দলের মালিক। প্রথম মরশুমে দলটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করা যাচ্ছে যে দ্বিতীয় মরশুম এই দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, আসন্ন মরশুমের প্রতি আগ্রহ প্রথম মরশুমের চেয়ে পাঁচগুণ বেশি।
গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ বা জিইপিএল
৩০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ বা জিইপিএল এর গেম। জিইপিএল লিগ সাধারণত পরিচালিত হয় রিয়েল ক্রিকেট গেমের মাধ্যমে। প্রথম সংস্করণে এখানে রেজিস্ট্রি করিয়েছিল ২০০,০০০ প্লেয়ার। দ্বিতীয় সংস্করণের জন্য প্লেয়ারদের সংখ্যা দাঁড়িয়েছে ৯১০,০০০-এ। জিওসিনেমা এবং স্পোর্টস১৮-এ ৭ কোটিরও বেশি দর্শকের কাছে পৌঁছেছে এই লিগ। স্ট্রিমিং হয়েছে ২৪ লক্ষেরও বেশি মিনিট। একাধিক কারণের জন্যই জিইপিএলের জনপ্রিয়তা আকাশচুম্বী। শচীন তনয়া সারা তেন্ডুলকার (Sara Tendulkar) জনপ্রিয় এই লিগের মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন।
কন্যা (Sara Tendulkar) এখন মালকিন
দর্শক হিসাবে এতদিন দেশের জনগণ তাকে মাঠে রেখেছে। পিতাকে খেলতে দেখে তাকে উৎসাহিত করতে তিনি অনেকবার মাঠে এসেছেন। সারা তেন্ডুলকারকে দেশবাসী দেখবে সম্পূর্ণ অন্যরূপে। এতদিন পর্যন্ত শচীন তেণ্ডুলকরের কন্যা হিসেবে সবাই তাকে চিনত কিন্তু বর্তমানে তিনি একটি টিমের মালকিন। টি২০ লিগে দল কিনলেন সচিন তেন্ডুলকারের কন্যা। মুম্বইয়ের দলের মালিকানা গিয়েছে তাঁর হাতে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই খেলা কিন্তু মাঠে হয় না বরং হয় ইন্টারনেট গেমে।
ক্রিকেটের সঙ্গে পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর
সারা তেন্ডুলকার (Sara Tendulkar) বলেছেন যে তাদের পরিবারের সঙ্গে ক্রিকেটের গভীর সম্পর্ক রয়েছে। তার বাবা একজন দক্ষ ক্রিকেটার। এই লিগের সঙ্গে যুক্ত হতে পেরে সারা সত্যি রোমাঞ্চিত। জিইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া তার কাছে স্বপ্নপূরণের মত। একদিকে যেমন জড়িয়ে রয়েছে ক্রিকেটের প্রতি ভালোবাসা আবার শহরের প্রতিও তার আবেগ রয়েছে। দলের প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি যথেষ্ট উৎসাহিত। প্লেয়ারদের দ্বারাই তিনি অনুপ্রাণিত হচ্ছেন।
আরও পড়ুন: একটি ফোন কল বদলে দিল ঈশান কিষাণের জীবন, ফাঁস শতরানের রহস্য
ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে সারার (Sara Tendulkar) ভূমিকা
মালকিন হিসেবে সারাকে (Sara Tendulkar) পেয়ে ভক্তরা খুবই খুশি। মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে সারার এই ভূমিকায় নতুনভাবে আশার আলো দেখছে মুম্বাই ভক্তরা। জেটসিনথেসিসের সিইও এবং প্রতিষ্ঠাতা রাজন নাভানি সারাকে স্বাগতও জানিয়েছেন। জিইপিএলের জনপ্রিয়তা আগের থেকে অনেক গুণ বৃদ্ধি পাবে সারা তেণ্ডুলকরের অন্তর্ভুক্তিতে এমনই মনে করছে বিশেষজ্ঞরা।
শচীন তেন্ডুলকার
শচীন তেন্ডুলকার কিন্তু রিটায়ারমেন্ট এর পরেও খেলা ছাড়েননি। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। এছাড়াও শচীন ভক্তরা তাকে দেখতে পাচ্ছে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায়। সচিনের পুত্র তথা সারার ভাই অর্জুন তেন্ডুলকরও আইপিএলে মুম্বইয়ে খেলেন। ঘরোয়া ক্রিকেটে অর্জুন খেলছে গোয়ার হয়ে। পরিবারের আরো একজন ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়াতে খুশি সকলেই।