SBI Interest Rate: আর্থিক বিনিয়োগের অন্যতম ভরসার জায়গা হল ব্যাঙ্ক। এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে তাদের উপার্জিত অর্থ রাখতে পারে । রিটার্নের ক্ষেত্রেও দুশ্চিন্তা করতে হয় না গ্রাহকদের। এমন বহু মানুষ আছেন যারা ভরসা করে ফিক্সড ডিপোজিট এর ওপর। ব্যাঙ্কে আর্থিক বিনিয়োগ করতে চাইলে ফিক্সড ডিপোজিট স্কিম হল অন্যতম উপায়। আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন এসবিআই সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হারে কি ধরনের পরিবর্তন এনেছে।
বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সময়ে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে তাদের সুদের হারে নানা ধরনের পরিবর্তন আনে। তবে উপার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করা একান্ত প্রয়োজন না হলে সমস্যা দেখা দিতে পারে। যদি সঠিক পরিকল্পনা করে এখানে বিনিয়োগ করা যায় নির্দিষ্ট সময় পর গ্রাহকেরা ভালো রিটার্ন পাবে সেটাই স্বাভাবিক। প্রতিটি ব্যাঙ্কেই বিশেষ সুবিধা প্রদান করা হয় সিনিয়র সিটিজেনদের এবং সুদের হারে সবসময়ই বিশেষ ছাড় দেওয়া হয়। সম্প্রতি সরকারি ব্যাঙ্ক এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে। যারা এই স্কিমে বিনিয়োগ করবেন তারা ৭.২৫ শতাংশ হারে সুদ (SBI Interest Rate) পাবেন। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন।
বহু গ্রাহক এমন আছেন যারা এই স্কিমে এক বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন। সেইসব গ্রাহকেরা সুদের হার (SBI Interest Rate) পাবেন ৬.৮০ শতাংশ। আবার কেউ যদি এই স্কিমে ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে তারা সুদের হার পাবেন ৬.৭৫ শতাংশ। যদি ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে সুদ পাবেন ৬.৫০ শতাংশ।
আরও পড়ুন: আবেদন করলেও পাওয়া যাচ্ছেনা স্বাস্থ্য বীমার টাকা, দুশ্চিন্তা বাড়াচ্ছে সংস্থাগুলি
সিনিয়র সিটিজেনরা বিভিন্ন ব্যাঙ্কেই বিশেষ সুবিধা লাভ করে। তেমনি এসবিআইতে সিনিয়র সিটিজেনরা ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার পাবেন ৭.৩০ শতাংশ সুদ (SBI Interest Rate)। আবার যদি এই স্কিমে ৩ বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে সুদের হার হবে ৭.২৫ শতাংশ এবং ৫ বছরের জন্য সুদের হার পাবেন ৭.৫০ শতাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল দেশের অন্যতম পুরনো সরকারি একটি ব্যাঙ্ক। তাই গ্রাহকেরা যদি সঠিক নিয়ম মেনে বিনিয়োগ করতে পারেন তাহলে নির্দিষ্ট সময়ের পর দুর্দান্ত রিটার্ন পাবেন সেটাই স্বাভাবিক। এসবিআইয়ের বেশ কয়েকটি ভাল ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। আগ্রহী গ্রাহকেরা বিস্তারিত জানতে চাইলে অনলাইন পোর্টালে এই স্কিমগুলো সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও দেশের এসবিআইয়ের যেকোনও শাখায় গিয়ে খোঁজ নিলে তারা বিস্তারিতভাবে বুঝিয়ে দেবে কোন খাতে বিনিয়োগ করলে রিটার্ন ভালো হবে। তাই ভালোভাবে ভাবনা চিন্তা করে তারপরেই বিনিয়োগ করুন নির্দিষ্ট খাতে।