SBI Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ

SBI Recruitment 2024: সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাংকের তরফে একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মী নিয়োগ করার কথা জানিয়েছে এই ব্যাঙ্কটি। চুক্তিভিত্তিক পদ্ধতিতে কর্মী নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন। তাহলে চলুন জেনে নিই বিশদে!

সংস্থার নাম:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI Recruitment)

পদের নাম:

১. ব্যাংক হেড (প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট এন্ড রিসার্চ)
২. জোনাল হেড
৩. রিজিওনাল হেড
৪. রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড)
৫. সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড)

শূন্যপদ:

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI Recruitment)।

কাজের মেয়াদ:

প্রাথমিক ভাবে পাঁচ বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। যা কাজের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয়তা অনুসারে চুক্তিভিত্তিক ভাবে আরও চার বছর বাড়ানো হতে পারে।

কর্মস্থল:

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে নিয়োজিত কর্মীদের কলকাতা সহ মুম্বাই, নিউ দিল্লি, চেন্নাই ছাড়াও অন্যান্য স্থানে পোস্টিং দেওয়া হবে।

বয়সসীমা:

বিভিন্ন পদ অনুযায়ী বয়সের মানদণ্ড স্থির করে দেওয়া হয়েছে। এর জন্য ২৮ থেকে ৫০ বছর বয়সী প্রার্থীরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়া সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড়ের সুযোগ থাকবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে হবে।

বেতন:

বিজ্ঞপ্তিতে (SBI Recruitment) প্রকাশিত শূন্য পদগুলোতে নিয়োজিত কর্মীদের বেতন সর্বাধিক ১৩ লক্ষ ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা:

প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতার মানদণ্ড দিয়েছে ব্যাংকের তরফে।তবে হেড পদের জন্য মূলত স্নাতক পাশ এবং ১২ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি:

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরো পড়ুন:  দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এর জন্য সরাসরি ব্যাংকের ওয়েবসাইটে প্রার্থীদের নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে। এরপর আবেদন ফি এবং গুরুত্বপুর্ণ নথিগুলো আপলোডের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি:

স্টেট ব্যাংকের তরফে আবেদন ফি বাবদ আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ৭৫০ টাকা ধার্য্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য এই আবেদনের মূল্যে ছাড় দেওয়া হবে।

আবেদনের শেষ সময়:

স্টেট ব্যাংকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী (SBI Recruitment) আগামী ১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *