Bankura-Howrah Train: এবার বাঁকুড়া টু হাওড়া পর্যন্ত ছুটবে ট্রেন, জানানো হলো সময়সূচী

Bankura-Howrah Train: দীর্ঘ প্রতীক্ষার অবসান। বাঁকুড়া টু হাওড়া ট্রেন চলাচল নিয়ে নয়া আপডেট। এবার ঝড়ের গতিতে লাইনের উপর দিয়ে মসাগ্রাম হয়ে বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত ছুটবে ট্রেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বাঁকুড়া টু হাওড়া ট্রেন যাতায়াতের সময়সীমা। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ফেসবুক পেজে প্রকাশ করেছে সেই ট্রেন চলাচলের সময়সূচী। বাঁকুড়া থেকে কখন ছাড়বে ট্রেন? হাওড়াতে কখন পৌঁছাবে? কতগুলি ট্রেন চলাচল করবে? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

বাঁকুড়া টু হাওড়া (Bankura-Howrah Train) ট্রেন চলাচলের দাবি

বর্তমানের সমস্যা নয়, বহু বছর ধরেই বাঁকুড়া থেকে হাওড়া পৌঁছানো বা হাওড়া থেকে বাঁকুড়ায় পৌঁছানোর সমস্যা চলে আসছে। বলা যায় বাঁকুড়াবাসীদের কাছে বাঁকুড়া টু হাওড়া রুট দুঃস্বপ্নের মতো ছিল। ফলে বহুদিন ধরে তারা দাবি তুলেছিল কম খরচে বাঁকুড়া থেকে সহজে হাওড়া পৌঁছানোর ব্যবস্থা করতে। এবার সেই দাবি মিটতে চলেছে বাঁকুড়া টু হাওড়া রুটের রেল যাত্রীদের।

মসাগ্রাম হয়েই ছুটবে ট্রেন

পূর্বে বাঁকুড়াবাসীদের হাওড়া পৌঁছানোর জন্য বাঁকুড়া থেকে মসাগ্রামে ট্রেন পথে আসতে হতো। তারপর সেখান থেকে ট্রেন পরিবর্তন করে হাওড়া পৌঁছাতে হতো। ফিরতি পথেও একইভাবে কষ্ট করতে হতো বাঁকুড়াবাসীদের। তবে সেই পথ সহজ করতে দীর্ঘদিন ধরে চলছিল কাজ। বাঁকুড়া থেকে মসাগ্রামের রেল লাইনের কাজ যেন শেষই হচ্ছিল না। তবে আর অপেক্ষা নয়, সময়সূচীর তালিকা দিয়ে খুশির খবর শোনালো বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ।

সমাজ মাধ্যমে সৌমিত্র খাঁ-এর পোস্ট

এদিন বাঁকুড়ার বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে ট্রেনের তালিকা প্রকাশ করে শিরোনামে লেখেন, খুশির খবর। সাধারণ মানুষকে কথা দিয়ে কথা রাখে ভারতীয় জনতা পার্টি। সেই প্রতিশ্রুতি মতোই শীঘ্রই বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া পৌঁছানোর সহজ পথ চালু হতে চলেছে। দেওয়া হল বাঁকুড়া টু হাওড়া (Bankura-Howrah Train) ভায়া মসাগ্রাম ট্রেন চলাচলের সময়সূচী। এর পাশাপাশি এও লেখেন যে বিষ্ণুপুরের জনগণের জন্য যেমন কাজ করছেন তেমনি কাজ করে যাবেন। তবে কারো কোন মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে বলেছেন সৌমিত্র বাবু।

আরও পড়ুন: আবারও বাতিল হাওড়ার একগুচ্ছ লোকাল-এক্সপ্রেস, ভোগান্তির আশঙ্কা

বাঁকুড়া টু হাওড়া (Bankura-Howrah Train) ট্রেন চলাচলের সময়সূচী

সমাজ মাধ্যমে সৌমিত্র বাবুর পোস্ট অনুযায়ী বাঁকুড়া টু হাওড়া সরাসরি ট্রেন চলাচলের দুটো প্ল্যান প্রকাশ করা হয়েছে। যার মধ্যে প্রথম পরিকল্পনায় জানানো হয়েছে, সকাল ৭টা নাগাদ বাঁকুড়া থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়া হবে। যা সকাল ১০:৩০ থেকে ১০:৪০এর মধ্যে ঢুকবে মসাগ্রামে। তারপর সেখান থেকে বেলা ১২:৩০ মিনিট নাগাদ ট্রেনটি ঢুকবে হাওড়ায়। গন্তব্যস্থলে পৌঁছানোর ১৫ মিনিট পর অর্থাৎ বেলা ১২:৪৫ মিনিট নাগাদ বাঁকুড়ার উদ্দেশ্যে হাওড়া থেকে ছাড়বে ট্রেন। যা দুপুর ১৪:৩০ থেকে ১৪:৪০ মিনিটের মধ্যে পৌঁছবে মসাগ্রামে। তারপর মসাগ্রাম হয়ে বৈকাল ১৭:৫৫ মিনিট নাগাদ ট্রেনটি ঢুকবে বাঁকুড়া স্টেশনে। অর্থাৎ বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া রুটে ট্রেন চলাচলের সময় লাগবে প্রায় সাড়ে ৫ ঘন্টা।

বাঁকুড়া টু হাওড়া ট্রেন চলাচলের দ্বিতীয় পরিকল্পনা

দ্বিতীয় পরিকল্পনা অনুযায়ী বাঁকুড়া থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৪টে নাগাদ। যা সকাল ৭:১৫ থেকে ৭:২৫ মিনিটের মধ্যে পৌঁছবে মসাগ্রাম। তারপর সেখান থেকে রওনা দিয়ে সকাল ৯:০৫ মিনিট নাগাদ ট্রেনটি হাওড়ায় ঢুকবে। একইভাবে ঠিক তার ১০ মিনিট পর হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৯:১৫ মিনিট নাগাদ। যা মসাগ্রামে ঢুকবে ১০:৫৫ থেকে ১১:০৫ মিনিটের মধ্যে। তারপর সেখান থেকে ট্রেনটি বাঁকুড়ায় পৌঁছাবে দুপুর ১৪:৪০ মিনিট নাগাদ। তবে বাঁকুড়া টু হাওড়া (Bankura-Howrah Train) এই সরাসরি ট্রেন চলাচল কবে থেকে শুরু হবে তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *