School Holiday List 2025: আর কয়েকদিন পরেই শেষ হতে চলেছে ২০২৪। তার আগে উৎসবের ক্যালেন্ডারে রয়েছে একাধিক উৎসবের মহড়া। রয়েছে বড়দিন, নববর্ষ বরণের দিন আর এর পরেই নতুন বছর। আবারো নতুন করে শুরু ৩৬৫ দিনের পথচলা। বছরের শুরুতেই রয়েছে নববর্ষের আসার উদযাপন। সব মিলিয়ে আগামী ১৫ দিন একের পর এক উৎসবের দিন রয়েছে উৎসবপ্রিয় বাঙালির ক্যালেন্ডারে।
নতুন বছরে নতুন শ্রেণীতে পড়াশুনো শুরু করবে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা। নতুন বই, খাতা, ক্লাসরুম থেকে শুরু করে নজর থাকে নতুন বছরের ছুটির তালিকার দিকেও। হাতে গোনা আর কয়েকদিন পরেই রয়েছে নতুন বছরের আসার দিন। এর মধ্যেই পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদের তরফে প্রকাশ করা হলো সরকারি বিদ্যালয়গুলোর ২০২৫ সালের ছুটির তালিকা (School Holiday List 2025)।
এই রাজ্যে সরকারি বিদ্যালয়গুলোতে ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষে কতদিন ছুটি থাকবে সেই সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়ে একটি ছুটির তালিকা (School Holiday List 2025) প্রকাশ করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই বিজ্ঞপ্তির মাধ্যমে পড়ুয়া এবং অভিভাবকদের পরিষ্কার জানানো হয়েছে ২০২৫ সালে কোন কোন জাতীয় বা ধর্মীয় উৎসবে কতদিন করে ছুটি থাকবে। দুর্গাপুজো, ঈদ, গুড ফ্রাইডে বা ক্রিসমাস কোন উৎসব কত তারিখে পড়েছে সব নিয়ে উৎসুক থাকে সকলেই।
আরো পড়ুন: পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রাম, পাওয়া যাবে ১০০০০ অব্দি টাকা
পর্ষদের তরফে জানানো হয়েছে এবার গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে ১১দিন। ১২ই মে থেকে শুরু হচ্ছে ছুটি। অন্যদিকে দুর্গা পুজোর জন্য ছুটি দেওয়া হবে ২৫ দিনের। চতুর্থী থেকে ভাইফোঁটার পরের দিন পর্যন্ত থাকবে ছুটি। এই উপলক্ষে ছুটি থাকবে ২৬শে সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত। এছাড়া ২০২৫ সালের ছুটির তালিকায় (School Holiday List 2025) নতুন বছরের প্রথম দিন, রবীন্দ্রজয়ন্তী, রথযাত্রা, রঘুনাথ মুর্মুর জন্মদিন, বকরি ঈদ, রাখি, স্বাধীনতা দিবস, নেতাজি জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহরম, জন্মাষ্টমী, গান্ধী জয়ন্তী, মহালয়া, দুর্গাপুজো, বিরসা মুন্দার জন্মদিন, ছট পূজা, গুর নানক জয়ন্তী, বড়দিন উপলক্ষে এক দিনের ছুটি পাবে পড়ুয়ারা।
পর্ষদের তরফে জানানো হয়েছে নমুনা ধরে হিসেব করা হয়েছে এই ছুটির তালিকার (School Holiday List 2025)। সরকারী হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষে ৬৫দিন ছুটি দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে স্থান, সময় এবং রাজ্যের অবস্থান বুঝে ছুটির দিনের পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সেই ছুটি মঞ্জুর করা হবে বলে জানা যাচ্ছে। তবে ছুটির হিসেব ৬৫ দিনের বেশি যেনো না হয় সেদিকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে।