School Uniform Change: বদলে দেওয়া হলো স্কুলের পোশাক, জানুয়ারিতেই নতুন নিয়ম

School Uniform Change: আজকাল সরকারি বিদ্যালয়ে বাচ্চাদের পঠনপাঠন এবং অনুশীলনীর জন্য যোগ্য বই দেওয়ার একাধিক প্রকল্প রয়েছে। যেখানে পড়ার বই এর পাশাপাশি মিড ডে মিলের খাওয়াদাওয়া এবং ইউনিফর্ম পড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তবে চলতি বছরের এই সব প্রকল্পে কিছু পরিবর্তন আনা হয়েছে। সাফ জানিয়ে দিলেন মনোজ পান্থ!

সম্প্রতি স্কুল শিক্ষা দপ্তর স্বনির্ভর করতে এবং MSME সংস্থার বৈঠকে আসার জন্য ধন্যবাদ। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ সেক্রেটারি। সেখানেই বিদ্যালয়ের (School Uniform Change) পোশাক পরিবর্তনের কথা ওঠে। প্রতি বছর প্রায় ১.১ কোটি ছাত্র ছাত্রীকে বিদ্যালয়ের পোশাক দেওয়া হয়। মূলত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বিশেষ সুবিধা পেয়ে যায় বাচ্চারা।

এই হিসেবে এক বছরে একটি ছাত্র বা ছাত্রী দুবার পোশাক পেয়ে থাকে। এক আধিকারিকের দাবি প্রতি বছর মার্চ থেকে এপ্রিলের (School Uniform Change) মধ্যে প্রথম ভাগে এই পোশাক পৌঁছে যায় বিদ্যালয় গুলোতে। আবার দ্বিতীয় ভাগের পোশাক পৌঁছায় ডিসেম্বরের মধ্যে। তবে অনেক সময় এই ক্ষেত্রেও বেজায় দেরি করে কেন্দ্র। আর সেই জন্যই প্রশাসনের তরফে এই পোশাক দেওয়ার কর্মসূচি আলাদা করলেন।

আরো পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকা পেতে চলেছে বাংলা

চলতি সপ্তাহে (School Uniform Change) একটি নতুন ভোর হবে। এই বিষয়ে বৈঠক করা হয় শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে। সেই বৈঠকে MSME প্রকল্পের একজন সিনিয়র জানান অতীতের সময় থেকেই তাঁরা গুজরাট ও পার্শ্ববর্তী এলাকায় নির্ভর করে থাকতেন। তবে এখন পুরোটাই স্বরাজ্যে উৎপন্ন হওয়ায় সমস্যা কমেছে।

জানা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন সংস্থা থেকে এই দায়িত্ব নেওয়া হয়েছিল। ফলে তাদের তরফে ইতিমধ্যেই পোশাকের একটি নকশা (School Uniform Change) করা হয়েছে। এবং বকেয়া সেটের জমা এই মাস থেকেই দেওয়া শুরু করলেও পরবর্তী প্রথম সেটের পোশাক পাওয়া যাবে জানুয়ারি থেকেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিদ্যালয়ে বাচ্চাদেরও পোশাকে দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *