Digha Sea Swing: ভ্রমণপ্রিয় বাঙালির দিপুদা ট্রিপের অন্যতম হলো দিঘা। ভ্রমণের কথা মাথায় এলে সবথেকে সহজ এবং বেশি যাওয়া স্থান হলো দিঘা। পকেটের ভারসাম্য বজায় রেখে সমুদ্র উপভোগ করতে পশ্চিমবঙ্গের ৯০ শতাংশ লোক বেছে নেন দীঘাকেই। তাই পর্যটন স্থান হিসেবে একটু একটু করে উন্নতি হচ্ছে দীঘার। দশ বছর আগের সাথে বর্তমান দীঘার সাজসজ্জার তফাৎ প্রায় আকাশ সমান। এবার দীঘার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক।
সমুদ্রের জলে আলতো পা ছুঁইয়ে দোলনায় দুলতে চাইলে এবার আর লাখ টাকা খরচ করে যেতে হবেনা বিদেশের মাটিতে। এতদিন এই অভিজ্ঞতা নেওয়া যেতো সুদুর ইন্দোনেশিয়ার বালি বিচে। তবে এখন আর তার দরকার নেই কারণ বাংলার বুকে তৈরি হচ্ছে জায়ান্ট সুইং। দীঘার সমুদ্র সৈকতে গেলেই পাওয়া যাবে বিদেশের মতো বড় দোলনা (Digha Sea Swing) চড়ে সমুদ্র উপভোগের সুযোগ। গল্প মনে হলেও এটাই হতে চলেছে ১০০ শতাংশ সত্যি।
গত বেশ কয়েকবছর ধরেই দীঘার সমুদ্রতটে এডভেঞ্চার স্পোর্টসের সুযোগ তৈরির কাজ চলছে। সেইমত ইতিমধ্যেই ওয়াটার বাইকিং, প্যারাগলাইডিং, স্পিড বোটের মতো একাধিক স্পোর্টসের সূচনা হয়েছে এবং যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার টুরিস্টদের এডভেঞ্চার কিছুটা বাড়িয়ে তোলার জন্য দীঘার সমুদ্রের ধারে তৈরি হচ্ছে জায়ান্ট সুইং (Digha Sea Swing)। এবার সমুদ্রের পাড়েই সমুদ্রের উপর দিয়ে দোলনা চড়তে পারবেন পর্যটকরা।
আরো পড়ুন: পিকনিকের মরশুমে ইকো পার্কের নতুন চমক, তৈরি হচ্ছে সৌর গম্বুজ
মানুষের মধ্যে বালি বা ফুকেটের জায়ান্ট সুইং (Digha Sea Swing) নিয়ে উত্তেজনা দেখা গিয়েছে। বিশেষত সমাজ মাধ্যমে এর উত্তেজনা চোখে পড়ার মতো। একাধিক রিলস এবং শর্ট ভিডিওর মাধ্যমে বহুল পরিচিতি পেয়েছে এই দুই সমুদ্রতট। তবে সেখানে যেতে গেলে লাগবে লক্ষ লক্ষ টাকা। তবে এবার নাম মাত্র খরচেই দীঘার বুকে একই অভিজ্ঞতা নিতে পারবেন পর্যটকরা। এতে দীঘারপর্যটন শিল্প আরও বেশি উন্নতি পাবে বলে আশাবাদী হচ্ছেন সকলে।
সমুদ্রের পাড়ে এই প্রথম হলেও দেশে পাহাড়ের ধারে এরকম বড় দোলনার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে উত্তরাখণ্ড রাজ্যেও। তবে খরচ অনেক বেশি ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি মাত্র ১০০ টাকার বিনিময়ে পর্যটকরা এই ভাইরাল রাইড নিতে পারবেন দীঘার বুকে। জানা যাচ্ছে নিউ দীঘার ঢেউ সাগর অঞ্চলে ইতিমধ্যেই লাগানো হয়েছে এই সুসজ্জিত দোলনা (Digha Sea Swing)। বেশ উঁচু স্ট্যান্ডের সাথে ঝোলানো হয়েছে এই দোলনা, সঙ্গে নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম জায়ান্ট সুইং বা দৈত্যাকার দোলনা হওয়ায় ইতিমধ্যেই মানুষের হিড়িক পড়েছে বলে জানা যাচ্ছে।