Sealdah-Dankuni Train Cancellation: বছরের শুরুতে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। চরম বিপাকে পড়তে চলেছে নিত্য যাত্রীরা। শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক ট্রেন। কোন কোন ট্রেন বাতিল হতে চলেছে? আসুন তা জেনে নেওয়া যাক।
বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মধ্যে একমাত্র সংযোগকারী সেতু হলো বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ১৯৩১ সালে শিয়ালদহ (Sealdah-Dankuni Train Cancellation) থেকে ১৬ কিলোমিটার দূরে এবং ডানকুনি থেকে ৬ কিলোমিটার দূরে ব্রিটিশরা এই সেতু নির্মাণ করেন। ৯৫ বছরের পুরনো দক্ষিণেশ্বরে এই বালি ব্রিজের গার্ডার পরিবর্তন ও ব্যাসল্ট লাইন বসানোর কাজ চলবে। এরই জন্য আগামী ২২শে জানুয়ারি রাত বারোটা থেকে ২৭শে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত শিয়ালদা-ডানকুনি শাখার কোন ট্রেন চলাচল করবে না বলে জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম।
সূত্রের খবর, মোট ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বন্ধ থাকবে। সেতুর উপর সম্পূর্ণ পাওয়ারব্লক করে কাজ চলবে। সেই জন্য টানা ১০০ ঘন্টা এই লাইনে কোন ট্রেন চলাচল করবে না। যার জন্য সমস্যায় পড়তে চলেছে নিত্যযাত্রীরা।
আরও পড়ুন: কলকাতা মেট্রোতে বেনজির সংকট, সমস্যা বাড়ছে উত্তরোত্তর
শুধুমাত্র লোকাল ট্রেন নয় বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল (Sealdah-Dankuni Train Cancellation) থাকবে বলে জানা গিয়েছে। কলকাতা-পাটনা গরিব রথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা, কলকাতা- বালুরঘাট, কলকাতা-হলদিবাড়ি ট্রেন গুলি বাতিল থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও রাজধানী দুরন্ত এক্সপ্রেস সহ ১৭ জোড়া ট্রেনের গতিপথ পরিবর্তন করা হবে।
এই কদিন হাওড়া কর্ড ও মেন শাখা নিত্যযাত্রীরা সরাসরি শিয়ালদহ (Sealdah-Dankuni Train Cancellation) আসতে পারবে না। ট্রেনের বিকল্প হিসাবে তাদের সড়ক পথ বেছে নিতে হবে। অন্যথায় হাওড়া নয়তো নৈহাটি হয়ে আসতে হবে। তবে এই সংস্কারের মাধ্যমে ট্রেনের গতি যেমন বাড়বে তেমনি পাশে সড়ক পথের উপরও ঝাঁকুনি কম হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।