Sealdah Esplanade Metro: দীর্ঘদিন ধরেই যান্ত্রিক ত্রুটির কারণে বউবাজারের একটা অংশের কাজ সম্পন্ন করা যাচ্ছেনা। এতে কার্যত আটকে রয়েছে শিয়ালদহ-এসপ্লানেড শাখার মেট্রো চলাচল। সেই সাথে চরম ভোগান্তি এবং বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সকলেই। তবে বর্তমানে একটি মহলের তরফে দাবি সময় সীমার পাঁচ মাস আগেই শেষ হয়ে যেতে পারে মেট্রোর অবশিষ্ট কাজ। আগামী বছর পুজোর মধ্যে ১৬.৬ কিলোমিটার অংশে মেট্রোর পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। তবে আগামী মে মাসের মধ্যেই কাজ শেষ হতে পারে বলে জানা যাচ্ছে।
এসপ্লানেড থেকে শিয়ালদহ (Sealdah Esplanade Metro) পর্যন্ত মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ কমানো হয়েছে। তবে বর্তমানে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রো চলছে। রিপোর্ট থেকে জানা গেছে অবশিষ্ট অংশে কাজের জন্য কিছু পরিমাণ পাওয়ার ব্লকের প্রয়োজন ছিল। যার জন্য পশ্চিম দিকের সুড়ঙ্গে এখনই পরিষেবা দেওয়া হচ্ছেনা।
আরও জানা যাচ্ছে এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য এসপ্লানেড-শিয়ালদহ (Sealdah Esplanade Metro) অংশের মধ্যে দিয়ে মেট্রো পাঠানো হতো সল্টলেক ডিপোতে। আগে পূর্বের সুড়ঙ্গ দিয়ে এই মেট্রো যাতায়াত করতো। ফলে অসমাপ্ত অংশের মালপত্র প্রায়শই সরাতে হতো। ফলে নষ্ট হতো অনেক সময়। যার জন্য নির্মাণ কাজ ব্যাহত হতে থাকতো।
আরো পড়ুন: মন্দারমণিতে ১৪০টি হোটেল ভাঙার নির্দেশ, পর্যটন ব্যবসায় অন্ধকারের ছায়া
এই সমস্যার জন্য ঠিকাদারদের সংস্থার তরফে বহুবার মেট্রো কতৃপক্ষের কাছে সমাধান চেয়ে আর্জি জানানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী গত মাস থেকে প্রতি ১৫ দিন অন্তর ওই সুড়ঙ্গ দিয়ে রেক নিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এতে বাড়তি সমস্ত নষ্ট হচ্ছে, মিলছে কাজের অতিরিক্ত সময়। জানা যাচ্ছে বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল করার জন্য চারটি রেক হাতে রাখা হয়েছে মেট্রোর তরফে।
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী ২০২৪ সাল শেষের আগেই এসপ্লানেড ও শিয়ালদহের মধ্যবর্তী পশ্চিমের সুড়ঙ্গের কাজ শেষ হয়ে যাবে। অন্যদিকে নতুন বছরের শুরুর পর পরই তৈরি হয়ে যাবে পূর্বের সুড়ঙ্গও। এরপর চলবে ইলেকট্রিক এবং সিগন্যালিংয়ের কাজ। এই পর্যন্ত সব ঠিক থাকলে মার্চ মাসেই এসপ্লানেড থেকে শিয়ালদহ (Sealdah Esplanade Metro) লাইনের অবশিষ্ট অংশের পরিদর্শনে আসতে পারেন রেলওয়ে সেফটি কমিশনার।