Representative: করোনাকালীন সময়ে মানুষ জেনেছে সেভিংসের গুরুত্ব। তাই বর্তমানে আয় করা অর্থের কিছু পরিমাণ সাধারণ মানুষ কোনো না কোনো বিনিয়োগ সংস্থায় বিনিয়োগ করেন। যার মধ্যে অন্যতম হলো মিউচুয়াল ফান্ড। তবে সাম্প্রতিক বেশ কিছু মিউচুয়াল ফান্ডে (Mid Cap and Small Cap) দারুন আগ্রহ দেখাচ্ছে বিনিয়োগকারীরা। বিনিয়োগ করছে প্রচুর প্রচুর টাকা। আর সেই ফান্ডগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেবি। সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিনিয়োগকারীদের। কিন্তু কেন?
বেশ কয়েক বছরে ভারতীয় মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ ফান্ডে বেড়েছে বিনিয়োগ সংখ্যা। ২০২৪ সালের অর্ধেক মাসেই লক্ষ্য করা গেছে এই দুই মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের চমক পদ আকর্ষণ। যার প্রধান কারণ হলো মোটা টাকা রিটার্ন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতানুসারে জানা গিয়েছে অন্যান্য ফান্ডের রিটার্নের তুলনায় মিডক্যাপ এবং স্মল-ক্যাপ (Mid Cap and Small Cap) ফান্ডের রিটার্ন বেশ বেশি। যার কারণে এ দুই ফান্ডে প্রচুর বিনিয়োগ করছেন গ্রাহকরা। যা নেফটি এবং সেনসেক্সের পারফরমেন্সের চেয়ে দারুন পারফরম্যান্স করছে। বর্তমানে ২০% থেকে ২৪% সূচক বৃদ্ধি পেয়েছে এই দুই ফান্ডে।
তবে বিনিয়োগকারীদের এই স্মল-ক্যাপ ফান্ডে জলের মতো বিনিয়োগ দেখে উদ্বেগ প্রকাশ করেছে বাজার নিয়ন্ত্রক সেবি। পাশাপাশি বিনিয়োগকারীদের সতর্কতার নির্দেশ দিয়েছে। চোখ কান খোলা রাখতে বলেছে। কারণ চলতি বছরের মার্চ মাসে মিউচুয়াল ফান্ডগুলোর একটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে বলা হয়েছিল SEBI তরফে। যেখানে এই দুই ফান্ডে বিনিয়োগকারীদের ঝুঁকির মধ্যেও স্বার্থ রক্ষা করা যায়। তবে কখন কি হয় কিছুই বলা যায় না।
আরো পড়ুন: অস্থিতিশীলতা শেয়ার বাজারে! নিম্নমুখী হতে পারে বাজাজ ফাইন্যান্স শেয়ার
অন্যদিকে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের সিইও সন্দীপ জানিয়েছেন সাধারণ মানুষের এই দুই ফান্ডের বিনিয়োগের আগ্রহ অব্যাহত থাকবে। কারণ মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ ফান্ড যে পরিমাণ উচ্চ রিটার্ন দিচ্ছে তা আসন্ন বছরগুলোতেও দ্রুত বৃদ্ধি পাবে। যার ফলে আগ্রহ বাড়বে বিনিয়োগকারীদের। একই রকম মত জানিয়েছেন ট্রেডজিনি’র সিইও ত্রিভেষ। তার উক্তি, উচ্চ রিটার্নের কারণে বিনিয়োগকারীরা ২ সেগমেন্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি বিকল্প বলে মনে করেছেন। যা তাদের ভবিষ্যতে ভালো সুবিধা দেবে।
এমফি-এর হিসাব বলছে চলতি বছরের প্রথম অর্ধেই মিউচুয়াল ফান্ডের এই দুই সেগমেন্টে (Mid Cap and Small Cap) বিনিয়োগ হয়েছে ৩০, ৩৪২ কোটি টাকার। যার মধ্যে ১৪,৭৫৬ কোটি টাকা বিনিয়োগ হয়েছে মিড-ক্যাপে এবং ১৫, ৫৮৬ কোটি টাকা বিনিয়োগ হয়েছে স্মল-ক্যাপে। যা গত বছরের তুলনায় সামান্য কম। পূর্ব বছরের এই সময়ে এই দুই সেগমেন্টে বিনিয়োগ হয়েছে ৩২, ৯২৪ কোটি টাকা।