সেবি অর্থাৎ স্টক মার্কেট নিয়ন্ত্রক সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছেন। গত ২৯শে জানুয়ারি বুধবার সেবি একটি সার্কুলার জারি করেছেন। যেখানে অনেক এফএকিউ রয়েছে। এই এফএকিউ গুলিতে মার্কেট সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। যেমন- স্টক মার্কেট সম্পর্কিত বিভিন্ন শিক্ষা, বিভিন্ন রকমের উপদেশ ইত্যাদি।
এই মার্কেটে ইনফ্লুয়েন্সারদের দৌরাত্ম্য রুখতেই এহেন সিদ্ধান্ত নিলে সেবি। তবে আশঙ্কা করা হয়েছে, সেবির এই পদক্ষেপে ইনফ্লুয়েন্সারদের সাবস্ক্রাইবার অনেকাংশ কমে যাবে। কারণ স্টক মার্কেট সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন বা লাইভ ডাটা না দিতে পারলে ক্রমাগত পিছিয়ে পড়বে ইনফ্লুয়েন্সাররা। তবে সেবি জানিয়েছেন, বিনিয়োগ, শিক্ষা সংক্রান্ত আলোচনা এখনই পুরোপুরি নিষিদ্ধ হবে না।
নির্দেশিকায় সেবি জানিয়েছেন, শিক্ষার নামে বর্তমান স্টকের দাম সম্পর্কিত কোনো আলোচনা এখন থেকে আর করা যাবে না। এবার থেকে লোককে দাম বোঝানোর জন্য তিন মাস পুরনো স্টকের দাম উল্লেখ করতে হবে ইনফ্লুয়েন্সারদের।
আরও পড়ুন: দশ বছরে উধাও ১৪ লক্ষ কোটি টাকা, ভয়ংকর তথ্য দিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
এমন অনেক ইনফ্লুয়েন্সাররা থাকেন যাদের সেবির রেজিস্ট্রেশন নেই। অথচ তারা স্টক মার্কেট শিক্ষার নামে স্টক কেনাবেচার পরামর্শ দিচ্ছেন। এবার থেকে ওই স্টক কেনাবেচার পরামর্শ দেওয়া বন্ধ করতে হবে। ইনফ্লুয়েন্সারদের দৌরাত্ম্য রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। অনেক ইনফ্লুয়েন্সার আছেন যারা সেবির রেজিস্ট্রেশন ছাড়াই স্টক মার্কেটে তাদের কথাবার্তা, বক্তব্য, আলোচনা কিংবা স্ক্রিন শেয়ারের সময় স্টকের ভবিষ্যৎ দামের সম্পর্কে পরামর্শ বা সুপারিশ করে থাকেন। স্টক মার্কেটে শিক্ষার নামে এই স্টক কেনা-বেচার পরামর্শ দেওয়া এবার থেকে বন্ধ করতে হবে ইনফ্লুয়েন্সারকে, এমনই করা নির্দেশ সেবির।
নির্দেশিকায় আরো বলা হয়েছে, যেসব ব্যক্তির স্টক মার্কেটের শিক্ষা সম্পর্কিত কাজে নিয়োজিত, তারা এখন থেকে আর কোনোরকম নিষিদ্ধ কার্যকলাপের সাথে যুক্ত হতে পারবেন না। তারা স্টকের ভবিষ্যতের দাম সম্পর্কে পরামর্শ বা সুপারিশ করার সময় শেয়ারের কোনো কোডের নাম এখন থেকে উল্লেখ করতে পারবেন না। সেবি আরও বলেছে, বিনিয়োগের শিক্ষা সংক্রান্ত আলোচনা নিষিদ্ধ নয়, তবে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ইনফ্লুয়েন্সার এভাবে শিক্ষার নামে স্টকের পরামর্শ দিতে পারবেন না। কোনো ব্যক্তি নিয়ম না মানলে তাকে জরিমানা দিতে হবে, তাকে সাসপেন্ডও করা হতে পারে। এমনকি, তার সেবি লাইন্সেসও বাতিল হয়ে যেতে পারে।