শিয়ালদহ থেকে ছাড়ে ভারতীয় রেলওয়ের দ্বিতীয় ধনীতম ট্রেন, জানেন তার নাম?

ভারতীয় রেলওয়ে হল একটি বৃহত্তম নেটওয়ার্ক যা ছড়িয়ে রয়েছে গোটা দেশে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, উত্তর থেকে দক্ষিণ, গোটা দেশেই এই রেলের বিস্তৃতি লক্ষ্য করার মত। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ভারতীয় রেলের সাহায্যে যাত্রা করে থাকে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। ধনী থেকে দরিদ্র সকলেই অল্প খরচে সুরক্ষিত যাত্রা করতে পারে ভারতীয় রেলের সাহায্যে। জানলে অবাক হয়ে যাবেন পরিবহন ব্যবস্থার দিক থেকে ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। আজকের এই প্রতিবেদনে জেনে নেব দেশের কিছু ধনী ট্রেন সম্পর্কে।

যাত্রীদের টিকিটের দাম থেকে প্রতিটি ট্রেন আয় করে থাকে বিশাল অংকের টাকা। দেশের অন্যতম ধনী ট্রেনের নাম জানেন কি আপনারা? যারা আয় শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। ভারতীয় রেলওয়ের গর্ব বলা চলে এই ট্রেনটিকে। যারা দূরপাল্লার যাত্রা করেন তারা অবশ্যই চড়েছেন এই ট্রেনটি। এই ট্রেনটি থেকে ভারতীয় রেলওয়ে যেমন আয় করে তেমনি এর টিকিটের দামও বেশি।

লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় রেলওয়ে অনেকটাই আয় করে। তবে দেশে এমন কিছু প্রিমিয়াম ট্রেন রয়েছে যার ভাড়া যেমন বেশি আয়ও তার দ্বিগুণ। যেই ট্রেনের কথা আজকের প্রতিবেদনে উল্লেখ করা হবে তার সামনে বন্দে ভারত কিংবা শতাব্দী কিছুই নয়। দেশের সবথেকে ধনী ট্রেন হল রাজধানী এক্সপ্রেস। জানেন কি আয়ের দিক থেকে একেবারে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস এর নাম। বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস হযরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করে।বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেসের ২২৬৯২ নম্বর ট্রেনে ২০২২-২৩ সালে ভ্রমণ করেন ৫০৯৫১০ জন। এই ট্রেন থেকে ভারতীয় রেলওয়ে আয় করে প্রায় ১,৭৬,০৬,৬৬,৩৩৯ টাকা।

আরও পড়ুন: সন্তানকে পড়াবেন কেন্দ্রীয় বিদ্যালয়ে? দেখে নিন গুরুত্বপূর্ণ গাইডলাইন

তালিকার দ্বিতীয় নম্বরে নাম রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস এর। এই ট্রেনটি যাতায়াত করে কলকাতা থেকে নয়া দিল্লী পর্যন্ত। ২০২২-২৩ সালে, ১২৩১৪ নম্বর শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ট্রেনে ৫,০৯,১৬৪ জন যাত্রী ভ্রমণ করেছিলেন। ওই ট্রেন আয় করেছিল ১,২৮,৮১,৬৯,২৭৪ টাকা। তালিকার তৃতীয় স্থান অধিকার করে রয়েছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এটি নয়া দিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে। ২০২২-২৩-এ ৪,৭৪,৬০৫ জন যাত্রী যাত্রা করেন এই ট্রেনে। মোট ১,২৬,২৯,০৯,৬৯৭ টাকা আয় করেছিল ট্রেনটি।

ভারতীয় রেলওয়ের চতুর্থ ধনীতম ট্রেন হল নয়া দিল্লি এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস। ১২৯৫২ নম্বর মুম্বই রাজধানী এক্সপ্রেস ২০২২-২৩ সালে ৪,৮৫,৭৯৪ জন যাত্রী যাত্রা করেছিল এই ট্রেনে। ভারতীয় রেল এই ট্রেন থেকে আয় করেছিল প্রায় ১,২২,৮৪,৫১,৫৫৪ টাকা। তালিকার পঞ্চম স্থানে রয়েছে, ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। ভারতীয় রেলওয়ের পঞ্চম ধনীতম ট্রেন হল এটি। ২০২২-২৩-সালে এই ট্রেনটি ১,১৬,৮৮,৩৯,৭৬৯ টাকা আয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *