Baranagar Road Station: জনপ্রিয় এই স্টেশনের নাম শুয়োর থেকেই হয়েছে নাকি রয়েছে অন্য রহস্য

Baranagar Road Station: এই পৃথিবী এবং আমাদের দেশে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের জানার বাইরে। কখনও কখনও কোনো স্থানের নামের মধ্যেও লুকিয়ে থাকে সুদীর্ঘ ইতিহাস। আমাদের চারপাশেই এমন অনেক জায়গা আছে যাদের নাম শুনলে এর উৎস ধারণা করা যায়। তেমনই একটি রেল স্টেশনের নাম বরাহনগর বা বরানগর রড! চলুন জেনে নিই এই রকম নামকরণের ইতিহাস কি!

বরানগর নাকি বরাহনগর (Baranagar Road Station) এই দুই নামের মিলের জন্য প্রায়শই মাথা গুলিয়ে যায়। দুটো একই জায়গা নাকি আলাদা এই নিয়ে বিভ্রান্তির শেষ নেই। চলুন বিশদে জেনে নিই আজকের প্রতিবেদনের মাধ্যমে। বরাহনগর রেল স্টেশনে গেলে অনেকেই হয়তো লক্ষ্য করে হতবাক হয়েছেন যে ইংরাজিতে Baranagar লেখা হলেও বাংলাতে এর নাম বরাহনগর কেনো হলো! এর পিছনের কারণ শুনলে যে কেউ অট্টহাসি দিতে বাধ্য হবে।

প্রায়শই যাত্রীদের আলোচনার শীর্ষে উঠে আসা এই দুই নাম (Baranagar Road Station) নিয়ে একাধিক জনমত রয়েছে। কেউ কেউ বলেন বহু বছর আগে এখানে বরাহ নামের এক মুনি বসবাস করতেন পরে তাঁর মাহাত্ম্য মুগ্ধ হয়ে এই স্থানের নাম হয় বরাহনগর। আবার কিছু মানুষ মনে করেন এই বিশেষ গুনি মুনি বরাহ অন্য কেউ নন বরং স্বয়ং সম্রাট বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম এক রত্ন বরাহমিহির।

আরো পড়ুন: নতুন উদ্যোগে কাজ শুরু, জট কাটল পার্পেল লাইনের

আরেকটি জনমত থেকে জানা যায় বহু বছর আগে বরাহনগর ছিল জঙ্গল ঘেরা একটা জায়গা। ঘন জঙ্গল এলাকার এই স্থানে প্রচুর ময়ূরের বাস ছিল। তখন আশেপাশের মানুষ ওইসব ময়ূরের পালক বিক্রয় করে জীবন নির্বাহ করতে শুরু করলো। এদিকে ময়ূরের পুচ্ছের সমান অর্থের আরেকটি শব্দ হলো বরহা। তাই কিছু কিছু ক্ষেত্রে মনে করা হয় এই বরহা শব্দ থেকেই সময়ের কালে উৎপত্তি হয়েছে বরাহনগর (Baranagar Road Station)।

অন্যদিকে আরেকটি জনপ্রিয় ভিন্ন মত রয়েছে। যদিও অধিকাংশ মানুষ এই মতটি পোষণ করে থাকেন। জানা যায় ঔপনিবেশিক যুগে এই স্থানে বিশাল কসাইখানা ছিল যাতে প্রতি বছরে প্রায় ৩০০০ শুয়োর জবাই করা হতো। তবে শুয়োর বা বরাহ নাম থেকেই এই জায়গার নাম এসেছে কিনা এই বিষয়ে কোনরকম স্পষ্টতা নেই। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরে কয়েকশো বছর আগে থেকেই জলপথে বাণিজ্য চলত। পানিহাটিতেও ছিল বড় বন্দর। সেই সময় চলত হলুদের আমদানি-রপ্তানি। পাটের ব্যবসা তখনও শুরু হয়নি। বর্তমান আলমগীর বাজার ঘাটেই জমা হতো হলুদ। এদিকে হলুদের আরেক নাম বরা। জানা যায় সেই থেকেই এই অঞ্চলের নাম হয় বরানগর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *