ব্যাঙ্কের কর্মীরা চলতি মাসের দুদিন ডেকেছে ব্যাঙ্ক ধর্মঘট। এই ধর্মঘট ডাকা হয়েছে এ মাসের শেষে। এই ব্যাপারে সূত্র মারফত নিশ্চিত খবর জানা গেছে। শোনা যাচ্ছে যে, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্মী সংগঠগুলোর মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কস ইউনিয়নের বৈঠক সম্প্রতি ব্যর্থ হয়েছে। আশানুরূপ ফল পাওয়া যায়নি এই বৈঠক থেকে। তার জন্যই আগামী ২৪ শে এবং ২৫ শে মার্চের ব্যাঙ্ক ধর্মঘট সম্ভবত কার্যকরী হবে। এমন নিশ্চিত খবর মিলেছে সূত্র মারফত।
যদিও ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে মাত্র ২ দিন কিন্তু সাধারণ মানুষকে এর ফল ভুগতে হবে টানা ৪ দিন। ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছে ২৪ শে এবং ২৫ শে মার্চ। ধর্মঘট হয়তো ডাকা হয়েছে দুদিন কিন্তু তার আগের দু দিনের মধ্যে একদিন চতুর্থ শনিবার অপর দিন রবিবার। সেই কারণে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সাধারণ মানুষের এরফলে ভোগান্তি হবে অনেক বেশি।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কেন ডাকা হয়েছে এই ব্যাঙ্ক ধর্মঘট? ব্যাঙ্কের কর্মী এবং অফিসারদের ইউনিয়গুলোর অভিযোগ হলো ব্যাঙ্কে বহুপদ দীর্ঘদিন ধরে খালি তবু কেন নিয়োগ করা হচ্ছে না কোন কর্মী? যেহেতু কর্মী নিয়োগ করা হচ্ছে না সেহেতু ব্যাঙ্ক এর পরিষেবা ব্যাহত হচ্ছে বহুদিন ধরে। এছাড়া পাঁচ দিন সপ্তাহে ব্যাঙ্ক চালু রাখার চুক্তি হয়েছিল আরবিআই এর সঙ্গে ইউনিয়নগুলোর। এখনো পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: রিলায়েন্স এবং বিপির থেকে টাকা চাইল ওএনজিসি, আনল চরম অভিযোগ
রিপোর্ট অনুযায়ী আরবিআই এই চুক্তির বিষয়টি অনুমোদনের জন্য পাঠিয়েছে কেন্দ্রের কাছে। কেন্দ্র এই প্রস্তাবে সম্মতি দেয়নি এখনো পর্যন্ত। ব্যাঙ্কের কর্মীরা এই সকল দাবি তুলেই ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের প্রভাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২৪ শে এবং ২৫ শে মার্চ। আর তার আগের দুদিনের একদিন চতুর্থ শনিবার অপর দিন রবিবার হওয়ায় টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলো।
এআইবিই-র সভাপতি নাগর বলেন, আইবিএ গত বৃহস্পতিবার কর্মী সংগঠনগুলোকে বৈঠকে ডেকেছিল। যদিও এর কোনরকম সমাধান এখনো পর্যন্ত বের হয়নি। সেই কারণে ধর্মঘট যে হবে এটি নিশ্চিত। সদ্য এমনই খবর এল প্রকাশ্যে। গ্রাহকেরা আগে থেকেই জেনে রাখুন যে চলতি মাসে টানা চার দিন মিলবে না কোনরকম পরিষেবা। সে কারণে নিজের সকল গুরুত্বপূর্ণ আজ আগেই সেরে রাখা ভালো। মার্চের শেষে গ্রাহকের ভোগান্তি হবে এই কথা সত্যি।