New Rules: বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত একাধিক নিয়ম, পহেলা নভেম্বর থেকে চালু হবে দেশে। ১লা নভেম্বর ২০২৪ থেকে ভারতে একাধিক নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে। গ্যাস সিলিন্ডার, ব্যাংক, বিদ্যুৎ ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে পরিবর্তিত হয়েছে একাধিক নিয়ম। বেশ কিছু নতুন নিয়ম যুক্তও করা হয়েছে। যা ভারতীয়দের দৈনন্দিন জীবন যাপনে প্রভাব ফেলতে পারে। আজকের প্রতিবেদনে কয়েকটি নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।
পহেলা নভেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে চলেছে বলে জানা গেছে। বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দামে সামান্য পরিমাণ পরিবর্তন করা হবে এবং বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডারের ক্ষেত্রে ৪৮ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। তবে বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের পরিবর্তিত দাম গ্রাহকদের জন্য স্বস্তি বয়ে নিয়ে আসতে পারে। এছাড়া বিনামূল্যে প্রাপ্ত গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে নিয়মের (New Rules)। এখন থেকে এই ধরনের গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে। আবেদন করার জন্য যোগ্যতার পরিসীমা অনেকটাই পরিবর্তন করা হয়েছে। আগের থেকে অনেক বেশি কঠিন হয়েছে বিনামূল্যে প্রাপ্ত গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করা। সরকারি সুবিধার অপব্যবহার রুখতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
পরিবর্তিত হবে পেট্রোল ডিজেলের দামও। অপরিশোধিত তেলের দাম কিছুটা কমে যাওয়ার কারণে পেট্রোল ও ডিজেলের দামও কিছুটা কমতে চলেছে। যার ফলে মানুষের দৈনন্দিন জীবনের যাতায়াত খরচ অনেকটাই কমে যাবে বলে জানা গেছে। বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রেও নিয়ে আসা হয়েছে নতুন নিয়ম (New Rules)। পহেলা নভেম্বর থেকে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করলে অতিরিক্ত জরিমানা দিতে হতে পারে গ্রাহককে। বিদ্যুতের বিল পরিষোধের বিষয়টিকে আরো স্বচ্ছ এবং সহজ করতে স্মার্ট মিটারিং পরিষেবা চালু করা হতে পারে একাধিক রাজ্যে।
আরো পড়ুন: নভেম্বরে একগুচ্ছ ছুটিতে বন্ধ থাকবে স্কুল-কলেজ, রইলো তালিকা
ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগেই। কিন্তু বহু মানুষই তা করেননি। তবে এবার কড়াকড়ি করা হলো আধার লিঙ্কের বিষয়ে। ১লা নভেম্বরের মধ্যে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোন গ্রাহক তা না করান তাহলে নতুন নিয়ম (New Rules) অনুযায়ী, ১লা নভেম্বরের পর থেকে সেই নির্দিষ্ট অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আধার কার্ড লিঙ্ক করা থাকলে ভর্তুকি বা যে কোন সরকারি সুবিধা পেতে সুবিধা হয়। সে ক্ষেত্রে এই আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক পদ্ধতিটি গ্রাহকদের জন্য উপকারী বলেই দাবি করা হচ্ছে। তবে যারা ঋণ নিয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর। ঋণ সংক্রান্ত কোনো নিয়মের পরিবর্তন করা হয়নি। অর্থাৎ ইয়েমাইয়ের পরিমাণও বাড়ার কোন সম্ভাবনা নেই।
সাধারণ মানুষের জন্য সব থেকে খুশির খবর হল জিএসটির নিয়মের পরিবর্তন (New Rules)। বর্তমানে প্রায় প্রত্যেকটি জিনিসের দামের উপর যুক্ত হওয়া জিএসটির কারণে ব্যাপকভাবেই সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। তথ্যসূত্রে জানা গেছে, ১লা নভেম্বরের পর থেকে ১০০ টিরও বেশি আইটেমের দামের উপর জিএসটির প্রভাব অনেকটাই কমানো হতে চলেছে। সাধারণ মানুষের কাছে এই উদ্যোগটি সবথেকে বেশি আকর্ষণীয় এবং উপকারী বলে মনে করা হচ্ছে। এছাড়া যারা ভ্রমন প্রিয় তাদের জন্যও রয়েছে সুখবর। কমানো হয়েছে জেট ফুয়েলের দাম। যার সরাসরি প্রভাব হিসেবে কমতে পারে বিমান ভাড়াও।