আবারো ভোগান্তির শিকার ট্রেন যাত্রীরা, বাতিল হল খড়্গপুর ডিভিশনের একাধিক ট্রেন, কেন?

মাসে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তীব্র গরম থেকে মুক্তি পেতে ঠান্ডার দেশে কিছুদিন সময় কাটিয়ে আসার পরিকল্পনা করছেন? কোন পথে যাবেন রেলপথে? যদি রেল মাধ্যমে যাওয়ার প্রোগ্রাম করে থাকেন তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ এপ্রিল মাসে খড়্গপুর ডিভিশনের মেগা ব্লকের জন্য বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। কিন্তু কি কারণে এই ট্রেন বাতিল? কোন কোন ট্রেনই বা বাতিল থাকবে? কবে থেকে কবে পর্যন্ত এই বন্ধের ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল?

রেল সূত্রে খবর, দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে রি মডেলিংয়ের কাজ হবে। আর এই মডেলিংয়ে ডিভিশনের বিভিন্ন দিকের উন্নয়ন হবে। পাশাপাশি পিএনআইয়ের কাজ করা হবে। আর এই কারণেই দক্ষিণ পূর্ব রেল একটানা ১৯ দিনের জন্য খড়্গপুর ডিভিশনে মেগা ব্লক ঘোষণা করেছে। যার ফলে হয়রানির শিকার হতে হবে খড়্গপুর ডিভিশনের রেল যাত্রীদের।

মূলত জিএম পর্যায়ে এই মেগা ব্লক থাকবে বলে জানিয়েছেন খড়্গপুর ডিভিশনের ডিসিএম আলোক কৃষ্ণ বাবু। খবর রয়েছে, এপ্রিল মাসের শেষের দিক থেকে অর্থাৎ ৩০শে এপ্রিল থেকে এই মেগা ব্লক চালু হবে। যা টানা ১৯ দিন পর্যন্ত চলবে। অপরদিকে খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশন ইয়ার্ডেও চলবে রি মডেলিংয়ের কাজ। যে কারণে সেই রুটে ১৩ই মে থেকে ১৮ই মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল থাকবে?

আরও পড়ুন: সংগঠনের বড় সিদ্ধান্তে শহরে পাওয়া যাবে না অ্যাপ ক্যাব বা বাইক

খবর অনুযায়ী, এপ্রিল মাসের শেষ থেকে মে মাস পর্যন্ত বন্ধ থাকবে খড়্গপুর ডিভিশনের বহু ট্রেন চলাচল। যার মধ্যে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ২১২টি। আপ-ডাউনে মেল এবং এক্সপ্রেস মিলিয়ে প্রায় ৬৫টি ট্রেন বাতিল করা হয়েছে। যা বন্ধ থাকবে ২রা মে থেকে ১৮ই মে পর্যন্ত। অন্যদিকে দূরপাল্লার ট্রেনগুলিও সময়মতো চলবে না। প্রায় ১৫টি দূরপাল্লার ট্রেন অনিয়মিতভাবে ছুটবে।

শুধু তাই না, দক্ষিণ পূর্ব রেল তরফে জানানো হয়েছে ১৬ই মে সন্ধ্যা ৭টায় সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ট্রেন নম্বর ১২৮৪০ ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল টু হাওড়া সুপারফাস্ট মেল। অন্যদিকে ১৭ই মে ১১ঃ৪৫-এ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল হাওড়া টু ডঃ এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল। আর এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ইএমইউ বাতিল করা হয়েছে এগমোর টু ভিল্লুপুরম বিভাগের। কারণ ৬ই এবং ৭ই মার্চ দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত লাইন ব্লক থাকবে এগমোর এবং কোডামবাক্কাম রেলস্টেশনের মধ্যে। ফলস্বরূপ বিশেষ সংস্করণের কারণেই ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *