শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছেন। পদ্ম পুরস্কারের মধ্যে তিনটি ভাগ রয়েছে। যথা- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। দেশের নাগরিক সম্মানের মধ্যে অন্যতম হল এই পদ্ম পুরস্কার। তালিকায় পশ্চিমবঙ্গের বহু মানুষের নাম রয়েছে। খবর অনুযায়ী, এবার বাংলা থেকে মোট ৯ জন পদ্মশ্রী পাচ্ছেন।
কলা, সামাজিক কাজ, বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্র, সাহিত্য, শিক্ষা, খেলা, সিভিল প্রভৃতি ক্ষেত্রে সাধারণত এই সম্মান প্রদান করা হয়ে থাকে। এবার পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন মোট ১৩৯ জন। এর মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন, পদ্মভূষণ সম্মান পাবেন ১৯ জন। দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের অন্যতম অসামরিক এই সম্মানের তালিকায় রয়েছে একাধিক বাঙালির নামও।
আসুন জেনে নেওয়া যাক, চলতি বছরে বাংলা থেকে কারা কারা পদ্ম সম্মান পেলেন? এক্ষেত্রে তালিকার প্রথমে যার নাম উঠে আসছে তিনি হলেন অরিজিৎ সিং। মুর্শিদাবাদের এই ভূমিপুত্র এবছর পদ্মশ্রী সম্মান পেয়েছেন। এছাড়াও বাংলার বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর পাচ্ছেন পদ্ম পুরস্কার। এই দুই তারকা ছাড়াও কার্তিক মহারাজ আধ্যাত্মিকতার জন্য এবার পদ্মশ্রী পেয়েছেন।
এছাড়াও সংগীত জগতের সাথে যুক্ত সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, হাবড়ার ঢাকি গোকুল চন্দ্র দাস প্রমুখ ব্যক্তিরা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এর পাশাপাশি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজ কল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরের গোপালপুর, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন
এর পাশাপাশি পদ্মশ্রী সম্মানের সম্মানিত হবেন ট্রাভেল ব্লগার দম্পতি হিউ এবং কলিন গ্যান্টজার। তারা ভারতীয় প্রাচীন ঐতিহ্য নিয়ে লেখালেখি করেন। ব্রাজিলের আধ্যাত্মিক গুরু এবং বেদান্ত দার্শনিক জোনাস ম্যাসেটি এবার পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন। এর পাশাপাশি সাংবাদিক ভীম সিংহ ঔপন্যাসিক জগদীশ জোশিলা, সার্জিক্যাল ক্যান্সার বিশেষজ্ঞ নীরজ ঘাটলা কুয়েতের যোগ বিশেষজ্ঞ এ জে আই সাবাও এবার পদ্মশ্রী পেতে চলেছেন।
তালিকা অনুযায়ী বাংলায় এবার কোনো পদ্মবিভূষণ ও পদ্মভূষণ সম্মান আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, আসামের নৃত্যাচার্য যতীন গোস্বামী পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন। প্রয়াত অর্থনীতিবিদ বিবেক দেবরায় মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন।এছাড়াও জাপানের ওসামু সুজুকি, বিহারের শারদা সিনহা পাচ্ছেন পদ্মবিভূষণ।পদ্মভূষণ পেয়েছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, হকি তারকা পি আর শ্রিজেশ-সহ ১৯ জন।