IPL Opening Ceremony: শাহরুখ-সলমন থেকে অরিজিৎ-শ্রেয়া, তারকাখচিত IPL 2025 জমকালো উদ্বোধনী রাত!

IPL Opening Ceremony: কলকাতার ইডেন গার্ডেনসে ২২শে মার্চ আইপিএলের উদ্বোধনের (IPL Opening Ceremony) দিন বসছে তারকাখচিত আয়োজন। থাকবে শাহরুখ খান ও সালমান খানের দুর্দান্ত উপস্থিতি, সাথে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের মুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। আন্তর্জাতিক ব্যান্ড ওয়ান রিপাব্লিক (OneRepublic) -এর পারফরম্যান্সও জমিয়ে তুলবে আইপিএল ২০২৫ -এর গ্র্যান্ড ওপেনিং।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ শুরু হলে তার উদ্বোধনে (IPL Opening Ceremony) জাঁকজমক তো থাকবেই। আর এবার ইডেন গার্ডেন্সে হবে এক অবিস্মরণীয় রাত, যেখানে ক্রিকেট ও বিনোদনের মিলনমেলা মুগ্ধ করবে দর্শকদের! খেলাধুলার এই মহাযজ্ঞে দর্শকরা পাবেন চোখধাঁধানো পারফরম্যান্স, যেখানে বিনোদনের ঝলকানির সাথে থাকবে উত্তেজনার নতুন মাত্রা!

শাহরুখ-সলমনের যুগলবন্দি, তারকাদের উজ্জ্বল উপস্থিতি।

সূত্রের খবর, শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে থাকবেন এই বিশাল আয়োজনে (IPL Opening Ceremony) একদিকে শাহ রুখ খান, তাঁর দল কেকেআরের সমর্থকদের চাঙা করবেন, অন্যদিকে সালমান খান থাকবেন তাঁর নতুন ছবির প্রচারে। দুই বলিউড সুপারস্টার যখন এক মঞ্চে, তখন উত্তেজনা তো চরমে উঠবেই। তাদের এই যুগলবন্দি শুধু দর্শকদের আনন্দ দেবে না, বরং পুরো আয়োজনকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

আরও একঝাঁক বলিউড তারকা

শুধু শাহরুখ-সলমনই নন, আরও একঝাঁক বলিউড তারকারা থাকতে পারেন। সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের দেখা যেতে পারে মঞ্চে। আয়োজকরা চাইছেন, এই বিনোদন উৎসবে যেন আরও চমক যোগ হয়! শোনা যাচ্ছে, আরও বেশ কয়েকজন সুপারস্টারকে অনুষ্ঠানে আনার চেষ্টা চলছে, যা এই রাতকে আরও স্মরণীয় করে তুলবে!

এবারের উদ্বোধন (IPL Opening Ceremony) অনন্য ও নজরকাড়া

এখানেই শেষ নয়! পারফরম্যান্সের দিক থেকেও এবারের উদ্বোধন (IPL Opening Ceremony) অনন্য ও নজরকাড়া হতে চলেছে। শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানির দুর্দান্ত নাচ দর্শকদের মাতিয়ে তুলবে! তাদের এই প্রাণবন্ত পারফরম্যান্স স্টেডিয়ামের পরিবেশকে আরও রঙিন করে তুলবে।

সুরের আবহে মাতাতে আসছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

এছাড়া গানের মঞ্চেও থাকবে বিশেষ চমক! বাংলা ও হিন্দি গানের অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে ইডেন গার্ডেনস মেতে উঠবে সুরের আবহে। তাদের গান শুধু দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে না, বরং পুরো ইডেন গার্ডেন্সের পরিবেশকেই মোহময় করে তুলবে। এর সাথে ওয়ান রিপাব্লিক-এর লাইভ পারফরম্যান্স পুরো অনুষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা আন্তর্জাতিক মানের এক নতুন মাত্রা যোগ করবে এই আয়োজনকে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা এই অনুষ্ঠানের (IPL Opening Ceremony) সাক্ষী হতে মুখিয়ে আছেন। এবার ক্রিকেটপ্রেমীরা একসঙ্গে উপভোগ করবেন ক্রিকেট ও বিনোদনের মহাযুদ্ধ। এক কথায়, ২২শে মার্চ ইডেনে বসবে এক অপরূপ সন্ধ্যা, যেখানে উত্তেজনা, বিনোদন আর তারকাদের ঝলকানি একসঙ্গে মিলিত হবে। এমন এক সন্ধ্যার জন্য তৈরি তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *