Share Market: এ যেনো ইতিহাসের পুনরাবৃত্তি। চোখের সামনে সত্যি হলো ইংরেজি প্রবাদ বাক্য History repeats itself! আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হলেন ডোনাল্ড ট্রাম্প। সুদুর মার্কিনের ভোটের ফলাফল সামনে আসতেই ভারতীয় শেয়ার বাজার ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তরতরিয়ে বাড়তে থাকে নিফটি এবং সেনসেক্স। বিশেষজ্ঞরা বাজারের এই হঠাৎ পরিবর্তনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোটে জেতাকেই দায়ী করছেন।
আমেরিকা যে বর্তমান বিশ্বের সব থেকে বেশি শক্তিশালী অর্থনীতির দেশ একথা কারো অজানা নেই। এবার সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হলেন ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্টের খেতাব পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন রেকর্ডও গড়লেন তিনি। এই খবর সামনে আসতেই ভারতীয় শেয়ার বাজারে (Share Market) ইতিবাচক উন্নতি দেখা গেলো। এদিন নিফটি ২৪,৫০০ পয়েন্ট এবং সেনসেক্স এক লাফে ১০০০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮০,৫০০!
আমেরিকার মাটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফল কি হতে চলেছে এই নিয়ে সকাল থেকেই চাপানউতোর চলছিল। আর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার ফলে এর প্রভাব যে শেয়ার বাজারে (Share Market) পড়বে এই বিষয়েও অনেকে অবগত ছিলেন। নজর ছিল শেয়ার বাজারের উপর। এরপর ৬ই নভেম্বর ট্রাম্প বিজয়ী ঘোষণা হওয়ার পর থেকে হুহু করে বাড়তে থাকে মার্কেটের গ্রাফ।
আরো পড়ুন: আবারো বিশ্বের সবথেকে শক্তিশালী মসনদে ট্রাম্প, তবে তার ব্যবসার বহরও কম নয়
এর ফলে তথ্য প্রযুক্তি সেক্টর সহ ধাতু, ব্যাঙ্কের শেয়ার এবং অটো সংস্থার শেয়ার সূচকগুলো তরতরিয়ে বাড়তে শুরু করে। এদিন নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ ১০০ দুর্ধর্ষ পারফরমেন্স দেয়। প্রসঙ্গত বেশ কিছু মাস ধরে শেয়ার বাজারে (Share Market) মন্দা চলছে। তবে এরই মধ্যে এদিনের শেয়ার সূচকের ঊর্ধ্বমুখী ভাব বিনিয়োগকারীদের লাভের মুখ দেখতে সাহায্য করেছে।
এর ফলে বিটকয়েনের মূল্যও বেড়েছে ঝড়ের গতিতে। গত মার্চের রেকর্ড ভেঙে এক একটি বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ৭৫০৬০ মার্কিন ডলার। অন্যদিকে প্রতি ডলারে ভারতীয় টাকার দাম ধার্য্য হয়েছে ৮৪.২৫ টাকা। ফলে বোঝাই যাচ্ছে ট্রাম্পের ফিরে আসায় বদলে যাচ্ছে অর্থনীতির সমীকরণ।