Share Market News: শেয়ার মার্কেট নিয়ে আজকাল কমবেশি আমরা প্রায় অনেকেই জানি। শেয়ার মার্কেটের দাম বাড়ছে বা কমছে এরকমও খবর আমরা প্রায় শুনে থাকি। হাজার হাজার টাকা লাখ লাখ টাকা পর্যন্ত শেয়ার মার্কেটে ব্যবসাকারীরা বিনিয়োগ করে থাকেন, কখনো ভালো রিটার্ন পাওয়া যায় আর কখনো লসে রান করতে হয়। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি শেয়ারের আলোচনা করব যার মূল্য কেবলমাত্র ৮২ পয়সা, কিন্তু যে হারে বিগত কয়েক দিনে দাম বাড়ছে হার মানিয়ে দেবে অন্যান্য নামকরা শেয়ার বাজারের (Share Market News) চলতি কোম্পানিগুলোকেও। কি অবাক লাগছে তো? চলুন তাহলে আজকে এই শেয়ারের ব্যাপারে আমরা একটু জেনে নিই-
বিভিন্ন কোম্পানিগুলি প্রায়শই তাদের শেয়ার মার্কেটের (Share Market News) দাম বা ভাল্যু তাদের লাভ বা লোকসান অনুসারে চালিয়ে রাখে। পেনী স্টক বর্তমানে ফিনভেস্ট এর সর্বশ্রেষ্ঠ শেয়ার বিগত ১৫ই অক্টোবর থেকে জনপ্রিয় হয়েছে। মাত্র ৮২ পয়সার এই স্টকের দারুন মূল্যবৃদ্ধি নজর কেড়েছে লাখ লাখ বিনিয়োগকারীর। অবশ্য এই শেয়ারের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে কোম্পানির গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে তা হল এই কোম্পানির শেয়ার সংগ্রহের জন্য বার্ষিক সভায় শেয়ার হোল্ডারকারীদের আনুষ্ঠানিকভাবে শেয়ার ক্রয় করার অনুমোদন দেওয়া হয়েছে।
এবার চলে আসি কোম্পানির বর্তমান শেয়ারের অবস্থায়, মাত্র ৮০ পয়সায় খোলা হয় এই শেয়ার, যদিও এর প্রাথমিকভাবে বন্ধের দাম ছিল মাত্র ৭৯ পয়সা। আর এই দিন দুপুরে একটা কুড়ি নাগাদ এই শেয়ারের দাম ৩.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ পয়সায় যা সেদিনের সর্বোচ্চ শেয়ারের ভ্যালু ছিল। অবশ্য ফিনভেস্ট শেয়ারের বিষয়ে বিগত বছরের ৩০ শতাংশ এবং চলতি বছরের শুরুতে ২৭ শতাংশ অবধি দাম বেড়েছে।
অর্থাৎ বিগত ৫২ সপ্তাহের মধ্যে বর্তমানে সর্বোচ্চ মূল্য এক টাকা ২৮ পয়সা যা বিগত বছরের তুলনায় ৩৬ শতাংশ কম এবং এই ৫২ সপ্তাহে সর্বনিম্ন মূল্য ৪৯ পয়সা যা বিগত স্টকের তুলনায় ৬৭ শতাংশ বেশি ছিল। তবে ফিনভেস্টের এই স্টকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে বাড়ছে আরো একটি স্টকের দাম যার নাম হলো IPO বা ইনিশিয়াল পাবলিক অফারিং যারা প্রাথমিক মূল্য ছিল ৯৯ টাকা এবং বর্তমানে দাম দাঁড়িয়েছে ৩২৫ টাকা। বিনিয়োগকারীদের কাছে এই স্টকটিও বিশেষভাবে নজর কেড়েছে।
আরো পড়ুন: দৈনিক ১০০ টাকা বিনিয়োগে মোটা রিটার্ন LIC-র মিউচুয়াল ফান্ডে! মেয়াদ কত? রইল বিস্তারিত বিবরণ
আমরা প্রায়শই কমবেশি জেনে থাকি শেয়ার মার্কেটে (Share Market News) কোন নির্দিষ্ট কোম্পানির জন্য বিনিয়োগ করার পূর্বে সেই কোম্পানির বিষয় জেনে রাখা জরুরী। তো আজকে আমরা ফিনভেস্ট কোম্পানির বিষয় কিছু জেনে রাখবো। এই কোম্পানির ইকুইটি শেয়ারের ক্রয়ের জন্য ইচ্ছুক বিনিয়োগকারীদের থেকে একটি তহবিল সংগ্রহের পরিকল্পনা রয়েছে এবং শেয়ার হোল্ডারকারীদের থেকেও অনুমোদন নিয়েছে।
তথ্য অনুসারে বিগত ৯ অক্টোবর এই কোম্পানির তরফ থেকে একটি এক টাকা মূল্যের ইকুইটি শেয়ার ইস্যু করে শেয়ার হোল্ডারকারী দের থেকে ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হয় এবং একই দিনে বোর্ড বিনিয়োগকারীদের কাছে এক টাকা পাঁচ পয়সা হারে ইকুইটি শেয়ার করে ৯৩ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হয়। অর্থাৎ বর্তমানে এই স্টক কোম্পানিটির মূলধনের পরিমাণ, এবং স্টকের ইকুইটি শেয়ার তুলনা করলে জানা যায় আগামী বছরগুলিতে এই কোম্পানিটি কর্পোরেট সংস্থাকে শক্তিশালী করার জন্য বেশ ভালো একটি অবস্থানে থাকতে পারবে।