Time Technoplast: বর্তমানে মিউচুয়াল ফান্ড, SIP, ব্যাঙ্কিং বিনিয়োগে ভালো রিটার্নের উপর নির্ভরশীল রয়েছেন বহু গ্রাহক। তবে এই বিনিয়োগের পরিকল্পনাগুলোর মধ্যে সেরা পরিকল্পনা হল স্টক মার্কেট। যেখানে একটু বুদ্ধি লাগিয়ে বিনিয়োগ করতে পারলে পাওয়া যায় পকেট ভর্তি টাকা। তাই আপনি কি বিনিয়োগের জন্য সেরা শেয়ার খুঁজছেন? তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আর বিনিয়োগ করুন এই দুর্দান্ত শেয়ারে (Time Technoplast)। যার লাভাংশ রয়েছে উর্ধ্বমুখী।
দীপাবলীর সময়ে যদি বিনিয়োগ করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই ঘুরে আসুন স্টক মার্কেটে। রয়েছে এক মাল্টিব্যাগার শেয়ার। যার নাম টিম টেকনোপ্লাস্ট লিমিটেড (Time Technoplast)। বর্তমানে লাভাংশে খেল দেখাচ্ছে এই শেয়ার। বিনিয়োগকারীদের জন্য একটি দুর্দান্ত শেয়ার এটি। যা বিনিয়োগকারীদের জন্য দারুন লাভ প্রদান করছে। ইতিমধ্যে পূর্বের তুলনায় ০.২৪% বেড়ে এই শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৪৫৪.১৫ টাকায়। বর্তমানে ১০,৩০৫ কোটি টাকা কোম্পানির মার্কেট মূল্য।
মূলত এই টিম টেকনোপ্লাস্ট লিমিটেড উৎপাদন করে প্লাস্টিকের পণ্য। আন্তর্জাতিক স্তরো পলিমার পণ্য উৎপাদনে প্রায় ৫৫% জায়গা দখল করে রয়েছে এই টেকনোপ্লাস্ট। যা গত এক বছরের পারফরম্যান্সে দারুণ চমক দিয়েছে এই শেয়ার। দেখলে চোখ লাল হয়ে উঠবে। হিসাব বলছে পূর্ব মাসে ৯ পার্সেন্ট লাভ বৃদ্ধি করেছে এই শেয়ার। ৭১% লাভ বৃদ্ধি করেছে গত ছয় মাসে। চলতি বছর পর্যন্ত লাভ বৃদ্ধি পেয়েছে ১৪৪%। যা গত এক বছরে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ২০৬%। পাঁচ বছরের হিসাব বলছে এই শেয়ার বিনিয়োগকারীদের জন্য ৬৫৫% লাভ প্রদান করেছে গত ৫ বছরে। ফলস্বরূপ যত দিন যাচ্ছে ততই লাভ প্রদান করছে। যা বিনিয়োগের জন্য একটি দুর্দান্ত শেয়ার।
আরো পড়ুন: ব্যাংকে গচ্ছিত অতিরিক্ত টাকা হতে পারে সমস্যার কারণ, পরিবর্তিত হলো ব্যাংকের নিয়ম
সূত্রের খব সাম্প্রতিক প্রকাশিত হয়েছে টিম টেকনোপ্লাস্টের এ বছরে ত্রৈমাসিক ফলাফল। যেখানে বিনিয়োগকারীদের জন্য রয়েছে দারুণ খবর। যেভাবে এই কোম্পানি লাভ প্রদান করছে তাতে করে এই শেয়ারের লাভাংশ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ত্রৈমাসিক হিসাবে গত বছরের তুলনায় ১৪.৮৯% অধিক শেয়ার বিক্রি করেছে এই কোম্পানি। যার পরিমাণ দাঁড়িয়েছে ৬২৫.৪৩ কোটি টাকায়। ফলেই বিক্রি যেমন বেড়েছে তেমন বৃদ্ধি পেয়েছে লাভের পরিমাণও। ৩৭.৫৩ কোটি টাকা। যা পূর্বের তুলনায় ৪৮.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ আয়ের পরিমাণ ১৭.৮১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯০.৬৪ কোটি টাকায়।
২১শে অক্টোবরের হিসাবে স্টক মার্কেট খোলার সাথে সাথেই বৃদ্ধি পেয়েছে এই শেয়ারের (Time Technoplast) মূল্য। ২ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৪৬৪ টাকার উপরে। উল্লেখ্য বিষয় চলতি বছরের এই শেয়ারের সর্বোচ্চ মূল্য ৪৭৩.৭০ এবং সর্বনিম্ন মূল্য ১০২.৩০। তবে এই কোম্পানি চলতি বছরে যা পারফরম্যান্স দেখাচ্ছে তাতে করে বিনিয়োগের জন্য এটি একটি দারুন শেয়ার হতে পারে।