Sholay Cinema Deleted Scene: সেন্সর বোর্ডের নির্দেশে বাদ দিতে হয় দৃশ্য, ৪৯ বছর পর হদিস মিলল সেই দৃশ্যের

Sholay Cinema Deleted Scene: বলিউডের বিখ্যাত শোলে সিনেমার নাম শোনেননি এমন মানুষ বোধ হয় নেই। আজ থেকে প্রায় ৫০ বছর আগে মুক্তি পাওয়া এই ছবি সেই সময় গোটা ভারত জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। দেশের প্রতিটি রাজ্যে রমরমিয়ে চলেছিল এই ছবি। বিশেষ করে মুক্তির পর নজর কেড়েছিল জয় এবং ভিরুর বন্ধুত্ব।

১৯৭৫ সালে ভারতবর্ষে মুক্তি পায় রমেশ সিপ্পি পরিচালিত শোলে সিনেমাটি। যা বলিউডের ইতিহাসে এখনও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ছবি মুক্তির পর পেরিয়ে গেছে ৫০ বছর। তবুও দর্শকদের মনে দাগ কেটে রেখেছে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং হেমা মালিনী অভিনীত এই ছবি। এখনও দর্শকদের মনে এই ছবির উৎসাহ কমেনি। তবে অনেকেরই এটা অজানা যে সেই সময় ভারতীয় সেন্সর বোর্ডের নির্দেশে বাদ দিতে হয় শোলে সিনেমার বিশেষ দৃশ্য (Sholay Cinema Deleted Scene)। পঞ্চাশ বছর পর এবার সেই দৃশ্যের শুটিং করার ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে।

ছবির গল্পে একটি দৃশ্যে ডাকাত সর্দার গব্বর সিংহ ওরফে আমজাদ খান, রহিম চাচার ছেলে আহমেদকে হত্যা করে। এই দৃশ্যটিকে একটি বড় করে শুট করতে চেয়েছিলেন পরিচালক। সেখানেই নজর পড়ে তৎকালীন সেন্সর বোর্ডের। একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে গব্বর সিং মাটিতে গলা চেপে ধরেছেন আমজাদকে। কিন্তু দৃশ্যের মধ্যে থাকা ক্রূরতার জন্য সেন্সর বোর্ড থেকে নির্দেশ আসে ওই দৃশ্যটি বাদ দেওয়ার (Sholay Cinema Deleted Scene)। আর সেই মতোই বাদ পরে যায় ওই দৃশ্য।

আরো পড়ুন: পুষ্পা থেকে কল্কি, ২০২৪ এ বক্স অফিসে জায়গা করে নেওয়া সেরা ৫ ভারতীয় ছবি

আবারও এত দশক পর শোলে সিনেমার ওই বাদ পড়া দৃশ্য (Sholay Cinema Deleted Scene) ঘিরে চর্চা শুরু হয়েছে। এই ছবি দেখে একজন লিখেছেন গব্বর সিংয়ের হিংসা মেশানো এরকম অনেক দৃশ্যই আসল ছবি থেকে বাদ দেওয়া হয় মুক্তির আগে। আবার অনেকেই পুরানো দিনের স্মৃতিচারণ করেছেন শোলে সিনেমা ঘিরে।

মুক্তির পর থেকে প্রায় ৫০ বছর ধরে ভারতীয় সিনেমার দর্শকদের আকর্ষণ করে আসছে এই ঐতিহাসিক সফল সিনেমা। যেকোনো বয়সী মানুষের জন্য তৈরি এই সিনেমা এখনও বহু জায়গায় চর্চায় উঠে আসে। ছবির গুনি অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয়ের প্রশংসাও এখনও শোনা যায় লোকমুখে। এই ছবির সব গান এখনও শোনা যায় দেশ জুড়ে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে। রমেশ সিপ্পি পরিচালিত এই সিনেমা ভারতীয় বলিউড সংস্কৃতির একটি ঐতিহাসিক চিহ্ন হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *