Hera Pheri 3: বর্তমানে বাংলা, হিন্দি চলচ্চিত্র জগতের মধ্যে সিনেমা হলে দেদার কাঁপাচ্ছে বলিউড দুনিয়ার দুর্দান্ত সব ছবি। সাফল্যমন্ডিত হচ্ছে একের পর এক হিন্দি ছবি। আর তার মধ্যে এক অন্যতম ব্লকবাস্টার ছবি হল ‘হেরাফেরি’। যা দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। এবার সেই ছবি নিয়েই সুখবর দিলেন পরিচালক প্রিয়দর্শন। জানালেন ‘হেরাফেরি ৩’ মুক্তি পাওয়ার কথা। ছবি প্রসঙ্গে আর কি বললেন তিনি?
‘হেরাফেরি ১’
ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার হলেন প্রিয়দর্শন। তাঁর ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে বিশেষ এক ছবি হল ‘হেরাফেরি’। যা হাস্যরসাত্মক একটি ছবি। ২০০০ সালে মুক্তি পায় এই ছবি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল সুনীল শেট্টি, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং তাবুকে। সেই সময় বক্স অফিসে দারুন সাফল্য এনেছিল ‘হেরাফেরি ১’। এবার এই ছবি প্রসঙ্গেই ‘হেরাফেরি ৩’ (Hera Pheri 3) নিয়ে দারুন সুখবর দিলেন পরিচালক প্রিয়দর্শন।
‘হেরাফেরি ২’
২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরাফেরি ১’ অনুরাগীদের মন জয় করেছিল। সেই সাফল্যের ভিত্তিতে ২০০৬ সালে ‘হেরাফেরি’ দ্বিতীয় ভার্সন সিনেমা হলে মুক্তি পায়। এক্ষেত্রে ‘হেরাফেরি ২’এর পরিচালনা করেছিলেন নিরোজ ভোরা। ‘হেরাফেরি ১’এর মতো সিক্যুয়াল ফির হেরা ফেরি চলচ্চিত্রটিও দর্শকমহলে দুর্দান্ত সাড়া ফেলেছিল। সেই সূত্রে হেরাফেরি কিস্তি ৩ ব্লকবাস্টার হবে? কী বলছেন পরিচালক প্রিয়দর্শন বাবু?
‘হেরাফেরি’-এর সাফল্য প্রসঙ্গে পরিচালকের উক্তি
মুক্তির পর ‘হেরাফেরি’ ছবির সাফল্য যে নিশ্চিত ছিল তা আগে থেকেই জানতো পরিচালক প্রিয়দর্শন বাবু। ছবির সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, তাঁর এই ছবিটা মূলত সফলতা অর্জন করে কমেডি এবং বুদ্ধিমত্তার বিষয়টি থাকার কারণে। তবে সফলতা অর্জন করার পাশাপাশি ছবিটি যে ব্লকবাস্টারে পরিণত হবে তা ধারণা ছিল না পরিচালকের। কারণ এই ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করা প্রত্যেক নায়ককে অন্য ধরনের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ফলে কমেডি ঘরানার ছবিতে প্রথম অভিনয় করে যে এতটা সফলতা পাবে তা আশা করেনি পরিচালক।
আরও পড়ুন: স্থগিত করা হল ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর ফাইনাল? আয়োজকদের এই সিদ্ধান্তে হতবাক সকলে
‘হেরাফেরি ৩’ (Hera Pheri 3) এর ঘোষণা
এই ‘হেরাফেরি’ ছবি প্রসঙ্গে বলতে বলতেই নতুন ছবির সুখবর দেন পরিচালক প্রিয়দর্শন বাবু। তিনি এক সাক্ষাৎকারে জানান, খুব শীঘ্রই আবারও হেরাফেরি নিয়ে ফিরতে চলেছেন তিনি। খুব তাড়াতাড়ি শুরু করবেন ‘হেরাফেরি ৩’ (Hera Pheri 3) -এর চিত্রনাট্য লেখালিখির কাজ। তবে এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, ‘হেরাফেরি’র প্রথম দুটি ভার্সনের তুলনায় তৃতীয় সিক্যুয়েলটি বেশ বড় চ্যালেঞ্জের হতে চলেছে তাঁর কাছে।
‘হেরাফেরি ৩’ -এর কাজের সূচনা
‘হেরাফেরি’ ছবির সিক্যুয়াল ৩ -এর সুখবর ঘোষণা হতেই প্রশ্ন উঠেছে, ছবির মুখ্য ভূমিকায় কাদের দেখা যাবে? আগের ভার্সনের মতো এই ভার্সনেও কি সুনীল শেট্টি, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল থাকবে? তবে এই প্রসঙ্গে কোনো উত্তর পাওয়া যায়নি। অনুরাগীদের ভাবনা এই ত্রয়ীকে আবারও দেখা যেতে পারে ‘হেরাফেরি ৩’ (Hera Pheri 3) তে। বর্তমানে অক্ষয় কুমার, যীশু সেনগুপ্ত অভিনীত কমেডি ঘড়ানার ছবি ‘ভূত বাংলা’ কাজের ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক প্রিয়দর্শন বাবু। আশা করা হচ্ছে এই ছবির পরেই ‘হেরাফেরি ৩’ ছবির কাজের সূচনা করতে পারেন পরিচালক প্রিয়দর্শন। তবে মুক্তি পাওয়ার পর ছবি কতটা দর্শকদের মন জয় করতে পারে সেটাই দেখার।