Indian Railways: দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে একাধিক রেল স্টেশন। দেশের রেল মানচিত্র দেখলে সেটা মাকড়শার জাল ব্যতীত অন্য কিছু মনে হবে না। তবে এইসব স্টেশনের মধ্যেই লুকিয়ে রয়েছে কত অজানা নাম, অজানা ইতিহাস, অজানা রেকর্ড আরও কত কি! কোথাও বা অদ্ভুত নাম কোথাও বা অদ্ভুত ইতিহাস সব নিয়ে ভারতীয় রেলের বৈচিত্র্যও কম নয়। এছাড়া দীর্ঘতম এবং নিকটস্থ ট্রেন স্টেশন (Smallest Distance Between Stations) তো রয়েছেই। সব মিলিয়ে একের পর এই বিস্ময়ের প্রকাশ করে এই ভারতীয় রেল। বিশ্বের মধ্যে বৃহত্তম এবং সস্তার রেল পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল। কখনও ভেবেছেন দুটি স্টেশনের মাঝের দূরত্ব কতটা বা ভারতীয় রেলের সব থেকে কম দূরত্বের দুটো স্টেশনের নাম কি!
ভারতীয় রেলের (Indian Railways) উপর ভরসা করেই চলে এর যাতায়াত ব্যবস্থা। দীর্ঘ দূরত্বের ভ্রমণে এর জুরি মেলা ভার। স্বল্প সময়ে এবং স্বল্প খরচে গন্তব্যে পৌঁছানোর মতো সুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল। সব থেকে বড় কথা সব শ্রেণীর মানুষ এবং সব পেশার মানুষ স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দ মতো কোচের টিকিট কেটে ভ্রমণ করতে পারেন। রেল পরিষেবাও প্রতিদিন প্রতিনিয়ত আরও উন্নতি করছে। আজ আলোচনা করব এমন দুটি ট্রেন স্টেশন নিয়ে যাদের মধ্যেকার দূরত্ব একেবারে নাম মাত্র তবুও জারি রয়েছে ট্রেন পরিষেবা।
এই স্টেশন দুটি অবস্থান করছে আমাদের বাংলার মাটিতেই। পশ্চিমবঙ্গেই রয়েছে সব থেকে কম দূরত্বের স্টেশনগুলো। তাও রয়েছে খোদ কলকাতাতেই। প্রতিদিন শয়ে শয়ে লোকাল ট্রেন এবং হয়তো কয়েক লাখ যাত্রীর আনাগোনা হয় পশ্চিমবঙ্গের এই দুই স্টেশনের উপর দিয়ে।
আরো পড়ুন: না আছে খাদান না মরুভূমি তবুও স্টেশনের নাম বালি রইলো ইতিহাস
সাধারণ ভাবে ভারতীয় রেলের (Indian Railways) ক্ষেত্রে দুটি স্টেশনের মাঝের দূরত্ব ২ থেকে ৩ কিলোমিটার হয়ে থাকে। তবে আজকের আলোচিত দুই স্টেশনের মাঝের দূরত্ব মাত্র ২০০ মিটার। অর্থাৎ কয়েক সেকেন্ডে হেঁটেই পৌঁছে যাওয়া যাবে অন্য স্টেশনে। এত কম দূরত্বে স্টেশন কেনো তৈরি করা হয়েছিল জানলে অবাক হবেন যে কেউ। স্বাভাবিক দূরত্ব সীমার বাইরের এই দুটো ট্রেন স্টেশনই রয়েছে কলকাতাতেই। নাম টালিগঞ্জ এবং লেক গার্ডেনস।
আজ টালিগঞ্জ স্টেশনে একটি মাত্র প্লাটফর্ম ছিল। তবে এখন দুটি প্লাটফর্ম রয়েছে। ২ নং প্লাটফর্মটি তৈরি হওয়ার পর থেকেই ভারতের মত রেল স্টেশনের মধ্যে থেকে সব থেকে কম দূরত্বের রেল স্টেশন হিসেবে পরিচয় পেয়েছে। বর্তমানে টালিগঞ্জের নতুন দুই নাম্বার প্লাটফর্মটির শেষ অংশ থেকে লেক গার্ডেন্সের স্টেশনের শুরুর দূরত্ব মাত্র ১১৫ মিটার যেমন ৩৭৭ ফুট। দূরত্ব এতটাই কম যে একটি স্টেশনে ট্রেন এসে দাঁড়ালে অন্য স্টেশনে থেকে তা পরিষ্কার দেখা যাবে।