Sikkim Loop Pool: সিকিম ভ্রমণে নতুন চমক, পর্যটকদের জন্য খুলে যেতে চলেছে বাগরাকোটের লুপ পুল

Sikkim Loop Pool: সিকিম ভ্রমণে এবার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ সিকিমের লুপ পুল। দীর্ঘদিনের নির্মাণ কাজ চলার পর অবশেষে খুলে দেওয়া হলো লুপ পুল। মূলত যাত্রীদের সুবিধার্থে এই অত্যাধুনিক ভাবে তৈরি ঝুলন্ত সড়ক তৈরির কথা ভাবে সরকার। পাহাড় কেটে তৈরি হয়েছে এই বিশেষ সেতু। দেখতে যেনো ছবির মত মনে হলেও বাস্তবে এবার এই রাস্তার ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন সকলেই।

নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য অতিরিক্ত যানজট এড়াতে জাতীয় সড়ক ৭১৭ বানানোর পরিকল্পনা নেওয়া হয়। এই জাতীয় সড়কের মূল আকর্ষণ ছিল লুপ পুল (Sikkim Loop Pool)। যার মাধ্যমে সরাসরি অল্প সময় পৌঁছে যাওয়া যেত সিকিমে। এদিন এই সড়ক নির্মাণকারী সংস্থা ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আমানউল্লাহ খান জানান পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই পুল। ফলে নির্বিঘ্নে এর কাজ শেষ করা কঠিন ছিল। তবে আধুনিক স্থাপত্য বিদ্যার প্রয়োগ করে শেষমেশ কাজটি শেষ করতে তাঁরা সফল হয়েছেন।

এই জাতীয় সড়কের নির্মাণ শুরুর পর থেকেই স্থানীয় এবং অন্যান্য এলাকার সাধারণ মানুষের মধ্যে এই সিকিমগামী লুপ পুল (Sikkim Loop Pool) নিয়ে উন্মাদনা দেখা যায়। সমাজ মাধ্যমে এই লুপ পুল তৈরির কয়েকটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। আর তার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে কবে থেকে যান চলাচলের সম্মতি মিলবে তার জন্য শুরু হয় অপেক্ষার দিন গোনা। সোমবার বিকেল থেকে যান চলাচলের খবরে সাধারণ মানুষের সেই অপেক্ষার অবসান হয়েছে।

আরো পড়ুন: দুর্ঘটনা এড়াতে সিকিমে বিরাট কড়াকড়ি, জারি হলো নতুন পর্যটন নির্দেশিকা

অসংখ্য কংক্রিটের পিলার দিয়ে এই ৩৭৭ মিটার লম্বা দুই লেনের লুপ পুল (Sikkim Loop Pool) তৈরি করা হয়েছে। ৪০.৫ মিটার উঁচু পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই পিচের সড়ক। নভেম্বরের শেষ থেকেই এই লুপ পুলের কাজ শেষ করার জন্য তৎপরতা দেখা গিয়েছিল। সেই উদ্দেশ্যে কালিম্পংয়ের জেলা শাসক বালা শুভ্রমনিয়াম জরুরি পরিষেবায় যুক্ত সমস্ত গাড়ি ছাড়া অন্যান্য যান চলাচলের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেন।

বাগরাকোটের জিরো কিলোমিটার থেকে শুরু করে সিকিম পর্যন্ত এই নতুন জাতীয় সড়ক তৈরির কাজ শুরু করা হয়। এর দৈর্ঘ্য রয়েছে ২০০ কিলোমিটারেরও বেশি। পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথকে সিকিমগামী বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছে। এই পথেরই কালিম্পং পাহাড়ের চুইখিম গ্রামের কিছু আগে থেকেই শুরু হয়েছে এই বিশেষ লুপ পুল (Sikkim Loop Pool)। এরপর একাধিক বাঁকের সাথে চড়াই উৎরাই পেরিয়ে এগিয়ে গিয়েছে এই জাতীয় সড়ক ৭১৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *