ক্রমাগত বেড়েই চলেছে মোবাইল রিচার্জের খরচ। তবে এবার থেকে রিচার্জ না করলেও চালু থাকবে সিম। এরকমই অবাক করা খবর সামনে এনেছে ট্রাই। মোবাইল সিমে রিচার্জ নিয়ে এবার বড় ঘোষণা। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি রিচার্জ না করা হয় তবুও চালু থাকবে। অর্থাৎ রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
জিও, এয়ারটেল, ভি এবং বিএসএনএল-এর জন্য এবার নির্ধারিত হলো নতুন নির্দেশিকা। ভারতীয় টেলিকম অথরিটির তরফে প্রতিটি টেলিকম সংস্থার উদ্দেশ্যে রিচার্জ ছাড়াই সিম সক্রিয় রাখতে জারি করা হলো নতুন সময়সীমা। এবার মোবাইল সিমে রিচার্জ ছাড়াই সক্রিয় থাকবে সিম।
বিভিন্ন কোম্পানির বৈধতা সীমা
১) জিও: নতুন নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকবে ৯০ দিন। এবার থেকে রিচার্জ শেষের ৯০ দিন পর্যন্ত রিচার্জ না করলেও চালু থাকবে সিম।
২) এয়ারটেল: মোবাইল রিচার্জ করার নতুন নিয়মে এয়ারটেলের ক্ষেত্রে রিচার্জ না করলেও ৬০ দিন পরিষেবা দেবে এই সংস্থা।
৩) ভোডাফোন আইডিয়া: মোবাইল রিচার্জ সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী ভোডাফোন আইডিয়া সংস্থার সিম রিচার্জ শেষের পর ৯০ দিন পর্যন্ত চালু থাকবে। এর পর সিমটি বন্ধ হয়ে যেতে পারে।
৪) বিএসএনএল: বিএসএনএল ব্যবহারকারীদের মোবাইল সিমে রিচার্জের ক্ষেত্রে বিরাট সুবিধা রয়েছে। এক্ষেত্রে তারা ১৮০ দিন সময় পাবেন।
আরও পড়ুন: হুটহাট কিউআর কোড দিয়ে টাকা পাঠাচ্ছেন, এই বিষয়গুলিতে সাবধান না হলে বিপদ
এছাড়াও আরো কিছু উদ্যোগ নিয়েছে ট্রাই
১. ফেক কল: মোবাইল রিচার্জ সিক্রান্ত পদক্ষেপ ছাড়াও ফেক কল সমাধানেও ট্রাই উদ্যোগ নিয়েছে। এবার থেকে অজানা বা সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে সতর্ক বার্তা পাবেন গ্রাহকরা।
২. অজানা নাম্বার চিহ্নিতকরণ: এবার থেকে ফোন রিসিভ করার আগে থেকেই সতর্ক বার্তা পাওয়া যাবে ট্রাই-এর তরফে। এটা গ্রাহকদের প্রতারণা মূলক কল এড়াতে সাহায্য করবে।
৩. গ্রাহকদের সুবিধা ও নিরাপত্তা: ট্রাই এর নতুন নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জ ছাড়াও ফেক কল নিয়ন্ত্রণ করতে এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করবে সংস্থাটি। রিচার্জ ছাড়া নির্দিষ্ট শুট পর্যন্ত সিম চালু রাখার এই নিয়ম গ্রাহকদের বিভিন্ন ভাবে সহযোগিতা করবে।