Iman Chakraborty: এই কিছুদিন আগের কথা বাংলা গান শুনতে না চাওয়ায় শ্রোতাকে ফাংশন চলাকালীন কড়া জবাব দিয়ে ভাইরাল হন বাংলার অস্কারের জন্য মনোনীত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। তার সেই প্রতিবাদে বহু মানুষকে সমর্থন করে সুর মেলাতেও দেখা যায়। আবার অনেকে ক্ষেপেও যান। কিন্তু এদিন তিনি ব্রায়ান অ্যাডমাসের কনসার্টে যেতেই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কিছুদিন আগেই বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) রাজারহাটের একটি কনসার্টে এক শ্রোতা তাঁকে বাংলা গান না গাইতে বলে। কড়া জবাবে জানান বাংলা গান শুনতে না চাইলে সোজাসুজি বলতে হবে যদি এটা অন্য জায়গায় হতো তবে চুলের মুঠি ধরে বাইরে বের করে দেওয়া হতো। বাংলায় থেকে, রোজগার করে বাংলা গান শুনতে না চেয়ে ফালতু কাজ না করতে।
সেদিন গায়িকা বাংলায় থেকে বাংলা গান এবং ভাষার অপমান বরদাস্ত না করে যোগ্য জবাব দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলায় থেকে পাঞ্জাবি গান, মারাঠি গান শোনা যেতে পারে তবে কোনো ভাবেই গায়িকাকে বাংলা গান গাইতে না বলা ঘোর অন্যায়। কনসার্টের মঞ্চ থেকে ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) বলা এই কথা দ্রুত ভাইরাল হয় নেট মাধ্যমে। ভাইরাল হয় এই ঘটনার ভিডিওটিও। এরপর কিছুদিন যেতে না যেতেই ৮ই ডিসেম্বর ব্রায়ান অ্যাডামসের কলকাতা কনসার্টে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। সেই কনসার্টের শ্রোতা হয়ে গেছিলেন ইমন চক্রবর্তীও।
সেখানেই তাঁকে রক সম্রাটের গানের সুরে আপন মেজাজে নাচতে দেখা যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty) নিয়ে জোর কটাক্ষ। এই ভিডিওর প্রেক্ষিতে এক ব্যক্তি লেখেন বাংলা গানে যেহেতু কোমর দোলানো যায়না তাই ইংরেজি গান লাগে! আর হিন্দি গান গাইতে বললে ইজ্জতে লাগে। ব্রায়ানদা কেমন গেয়েছিলেন! কনসার্টে কি পরান যায় জ্বলিয়া রে গাওয়া হচ্ছে! এছাড়াও আরেকজন লেখেন কোথায় গেলো প্রতিবাদ! অন্যকে জ্ঞান দিয়ে নিজেই… আরেকজন নেটিজেন লেখেন ব্রায়ান অ্যাডামসকে বাংলা গান শোনাতে বলুন অন্যথায় বলুন চুলের মুঠি ধরে বের করে দেবো।
আরো পড়ুন: পুষ্পা টু এর সাফল্যে জয়জয়কার, পিছনে রয়েছে বাঁকুড়ার অবদান
সব মিলিয়ে সমাজ মাধ্যমে ঘোরতর অপমানের মুখে পড়েন বাংলার এই প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এদিন ইমন চক্রবর্তীর সমর্থনে পরমব্রত পত্নী প্রিয়া চক্রবর্তী মুখ খোলেন। তিনি সবার নিম্ন রুচিকে চিহ্নিত করে বলেন ইমনের (Iman Chakraborty) অনুষ্ঠানে বাংলা গানই শুনতে হবে কারণ তিনি বাংলার শিল্পী। বাংলায় থেকে, কথা বলে, রোজগার করে বাংলার শিল্পীকেই বাংলা গান করতে না বলাটা শুধু অপমান নয় বরং বোকামিও। আর ব্রায়ান অ্যাডামস একজন বিদেশী শিল্পী তাই তাঁর গলায় সকলে ইংরেজি গান শুনতেই যান! তফাৎ বুঝে তবে কথা বলতে হবে।
এতে পরিষ্কার ইমন নিজের মন্তব্যে বাঙালি হওয়ার গর্ব প্রকাশ করে বাংলা গান না গাইতে দেওয়ার সমস্যাটা বোঝাতে চেয়েছেন। এই বিষয়ে শুধুমাত্র পিয়া চক্রবর্তীই নন আরও অনেক হেভী ওয়েট ইমনের পাশে এসে দাঁড়িয়েছেন। একজন নেট নাগরিক এই প্রসঙ্গে লেখেন বাঙালি হয়ে যদি বাঙালির কথা না বুঝি তবে অন্যরা তো এর সুযোগ নেবেই! আরেকজন মন্তব্য করেন অশিক্ষিত মানুষে কমেন্ট সেকশন ভরে গেছে, ইমন (Iman Chakraborty) একবারও বাংলা ছাড়া অন্য গান শোনা বা গাওয়া যাবেনা এমনটা বলেননি। তিনি শুধু নিজের মাতৃভাষার কদর বুঝিয়েছেন বাংলায় দাঁড়িয়ে একজন বাঙালি শিল্পীকে বাংলা গান না গাইতে বললে সেটা তো খুবই লজ্জাজনক কথা।