Smart Meter Factory: গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া বনিকসভা কতৃক আয়োজিত CII-এর সভায় ইসক্রাইমেকো ইন্ডিয়া সংস্থার এমডি মদন মোহন চক্রবর্তী জানান সংস্থাটি নিউটাউনের সিলিকন ভ্যালি এলাকায় পাঁচ একর জায়গায় আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার তৈরির ফ্যাক্টরি গড়তে চলেছে। প্রায় ৯৫০ কোটি টাকার লগ্নি হতে চলেছে এই প্রকল্পে। যা থেকে কমপক্ষে ৯০০০ লোকের কর্মসংস্থান হতে চলেছে।
অন্যদিকে আমেরিকান সংস্থা কগনিজ্যান্টের তরফে জানানো হয়েছে সল্টলেক সেক্টর ফাইভে ইতিমধ্যেই বন্ধ পড়ে থাকা তাদের প্রথম ক্যাম্পাসটি পুনরায় খোলার জন্য কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। যদিও এই প্রকল্পে কত টাকা লগ্নি হবে তা এখনও জানায়নি এই সংস্থা। তবে এক্ষেত্রেও কর্মসংস্থান হতে চলেছে প্রায় ২০০০ জনের।
অন্যদিকে মহিষুর এবং হায়দরাবাদের উপর দুটি স্মার্ট মিটার (Smart Meter Factory) তৈরির কারখানা আছে ইসক্রাইমেকোর। যেগুলি থেকে মাসে ৪০,০০০ স্মার্ট মিটার তৈরি হয়ে থাকে। তবে জানা যাচ্ছে কলকাতার বুকে তৈরি হতে যাওয়া কারখানাটির তুলনায় ওই দুই কারখানার আকার বেশ ছোট। জানা যাচ্ছে ৯ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হতে চলেছে কলকারখানাটি যেখানে দৈনিক ১০০০ টি মিটার তৈরি করার লক্ষ্য রাখছে সংস্থাটি। সংস্থার এমডি জানান খুব দ্রুতই এই কারখানা তৈরির কাজ শুরু হতে চলেছে।
আরো পড়ুন: চাকরির সুযোগ দিচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এইট পাশেই মিলবে চাকরি
তিনি আরও বলেন এই স্মার্ট মিটার মূলত জল,গ্যাস ও বিদ্যুতের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহার করা হবে। ভারতের সব রাজ্যেই এই মিটারের ব্যবহার শুরু হতে চলেছে। আর সেই বাজার ধরতেই সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি গুজরাট ও পশ্চিমবঙ্গে পণ্য সরবরাহ করে থাকে। এখনও পর্যন্ত ১.৪ লক্ষ স্মার্ট মিটার বসানো হয়েছে পশ্চিমবঙ্গে। স্মার্ট মিটার তৈরি কারখানা (Smart Meter Factory) যদি পশ্চিমবঙ্গে তৈরি হলে গোটা পশ্চিমবঙ্গ সহ গুজরাট, গোয়া ও কর্নাটকেও পাঠানোর পরিকল্পনা রয়েছে। এতে রাজ্যের অর্থনৈতিক বিকাশ হবে বলে দাবি একাংশের।
অন্যদিকে আবার আমেরিকান সংস্থার কলকাতা অপারেশনের হেড সাজিদ হোসেন জানিয়েছেন শহরে কর্মী বাড়াচ্ছেন তাঁরা। শহরের বুকে তৈরি হওয়া প্রথম ক্যাম্পাসটি করণার সময় থেকে বন্ধ পরে রয়েছে। সেটিই নতুন করে খোলার কথা ভাবা হচ্ছে। তাই আগামী এক-দেড় বছরের মধ্যে দুই হাজার কর্মসংস্থানের পথে হাঁটবে সংস্থা। বর্তমানে কলকাতায় ১৯০০০ কর্মী রয়েছে এই বিদেশী সংস্থার। তিনি আরো জানান এই রাজ্যের মতো মেধাপূর্ণ পরিবেশ আর কোথাও সেভাবে পাওয়া যায়না সেই জন্য ক্যাম্পাস খুলে আরও কর্মী বাড়াতে চাইছে সংস্থা।