South Indian village: জানেন কি! শুধু উত্তর নয়, দক্ষিণ ভারতের এই গ্রামেও পড়ে বরফ

South Indian village: জানেন কি! শুধু উত্তর নয়, দক্ষিণ ভারতের এই গ্রামেও পড়ে বরফ। যারা ঘুরতে যেতে ভালোবাসেন তারা প্রকৃতির সব রূপ আস্বাদন করতে চান। প্রকৃতিপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয় হয়ে ওঠে বরফ। কিন্তু ভারতের মধ্যে বরফ পরে এরকম জায়গার সংখ্যা খুবই সীমিত। তাই বেশিরভাগ ক্ষেত্রেই সিকিম অথবা দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় কখন বরফ পড়ছে সেদিকেই তাকিয়ে থাকেন বহু মানুষ। তবে আপনারা কি জানেন শুধু উত্তরে নয় দক্ষিণ ভারতেও দেখা মেলে বরফের।

একটু অবাক লাগছে তাই তো? ভারতের দক্ষিণ দিক মানেই সমুদ্র। উত্তরের তুলনায় দক্ষিণে ঠান্ডাও তুলনামূলক অনেক কমই পড়ে। তাহলে সেখানে বরফের দেখা মিলতে পারে কিভাবে? কিন্তু এটা একেবারেই বাস্তব। সত্যিই দক্ষিণের এমন একটি গ্রাম (South Indian village) রয়েছে যেখানে বরফ পড়তে দেখা যায় এই শীতকালে। প্রকৃতি চাইলে সবই পারে এ যেন তারই প্রমাণ।

জায়গাটির নাম লাম্বাসিঙ্গি। বিশাখাপত্তনমের সবুজ পাহাড়ি উপত্যকায় ঘেরা একটি গ্রাম। শুধুমাত্র শীতকালেই নয়, সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে এই গ্রামটি। আর শীতকাল এলেই তাপমাত্রা দ্রুত গতিতে কমতে শুরু করে। তাপমাত্রা কমতে কমতে একটা সময় তা মাইনাস দুই ডিগ্রিতে গিয়ে থামে। আর তখনই দেখা মেলে বরফের। পুরো গ্রাম ঢেকে যায় বরফের সাদা চাদরে। পূর্বঘাট পর্বতের কোলে অবস্থিত লাম্বাসিঙ্গি গ্রাম। স্থানীয়রা এই গ্রামকে বলেন “কোরা বায়ালু”। যার অর্থ বাইরে থাকলে যে কেউ ঠান্ডায় জমে যাবে।

আরো পড়ুন:  ভারতের এই রাজ্য সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, দিতে হয়না একটি টাকাও

দক্ষিণ ভারতের এই গ্রামটি (South Indian village) তুলনামূলক বেশ কিছুটা উচ্চতায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই গ্রামের উচ্চতা প্রায় হাজার পচিশ মিটার উঁচু। শুধু বরফ নয়, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই গ্রাম অত্যন্ত আকর্ষণীয়। চা, কফির বাগান তো রয়েছেই। এছাড়াও স্ট্রবেরি ও আপেলেরও চাষ করা হয় এখানে। তবে এখানকার অন্যতম জনপ্রিয় বাগানটি হলো সুসান ফুলের বাগান। লাম্বাসিঙ্গি গ্রামের অন্যতম আকর্ষণ এই সুসান ফুল। নানা রকম গাছপালা এবং পশু, পাখিতে ভরা দক্ষিণ ভারতের এই গ্রামটি।

তাহলে আর দেরি কিসের? এইবারের শীতের ছুটিটা না হয় দক্ষিণ ভারতের এই লাম্বাসিঙ্গি গ্রামে (South Indian village) গিয়েই কাটানো যাক। কিভাবে যাবেন? আকাশ পথে যেতে চাইলে বিশাখাপত্তনম বিমানবন্দরে নামতে হবে। সেখান থেকে এই গ্রামের দূরত্ব ১১৫ কিলোমিটার। আর যদি রেল পথে যেতে চান তাহলে যেতে হবে আনাকাপোল্লে রেলস্টেশন অব্দি। তারপর সেখান থেকে ৭২ কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন লাম্বাসিঙ্গি গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *