ভারতের ক্রিকেট জগতের অন্যতম কিংবদন্তি যুবরাজ সিং (Yuvraj Singh)। যার খেলা নিয়ে প্রায়ই আলোচনা চলে নেটপাড়ায়। তবে শুধু খেলা জগতের হিরো নয়, জীবন যুদ্ধের হিরো বলা চলে যুবিকে। কারণ মারণ রোগ ক্যান্সারের সাথে যুদ্ধ করে তিনি নিজের জীবনকে নতুনভাবে ফিরিয়ে এনেছেন এই বিশ্বমাঝারে। কিন্তু বর্তমানে সেই জীবন যোদ্ধাই নেটবাসীর ক্ষোভে পড়েছেন। কেন? তিনি কি এমন কাজ করলেন যার জন্য রোষের মুখে বললেন যুবি?
এ প্রসঙ্গে জানিয়ে রাখি, কিংবদন্তি যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) আন্তর্জাতিক খেলা শুরু ২০০০ সাল থেকে। তারপর ২০০২ সালে ন্যাটওয়েস্ট ফাইনালে যুবি যা খেল গিয়েছিলেন তা এখনো জ্বল জ্বল করছে যুবি ভক্তদের মনে। শুধু তাই না ২০০২ সালে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়া যুগ্মভাবে আইসিসি চ্যাম্পিয়য়ানে যে কাপ জিতেছিল তাতেও অবদান রয়েছে যুবরাজের। এছাড়াও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয়টি ছয় মেরে ইংল্যান্ডের যা দুর্দশা করেছিলেন তাও বেশ দেখার মতো ছিল। যা ঘটেছিল ২০০৭ সালে।
পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যুবরাজের ক্রিকেট জগতে অবদান এবং ২০১১ সালেও যুবরাজ ক্রিকেট জগতে যা করেছেন তা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো। শুধু তাই না, এই জীবন যোদ্ধা বিশ্বকাপে ম্যান অফ দ্যা সিরিজ হিসেবেও ঘোষিত হয়েছিল। টানা ২৫ বছর ২২ গজের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত ছিলেন যুবরাজ সিং। ২০১৯ সালে বিশ্বকাপের মাঝামাঝি সময়ে তিনি জানান তাঁর অবসরের কথা।
আরো পড়ুন: বিবাদের দিন কি শেষ! শেষপর্যন্ত LAC নিয়ে কি আপডেট দিলো ভারত-চীন সম্পর্ক?
তবে খেলার পাশাপাশি ক্যান্সার জয়ী যুবি একটি এনজিও গড়ে তোলেন। যার নাম “YouWeCan Foundation”। সাম্প্রতিক সেই এনজিও তরফে স্তন ক্যান্সারের এক সচেতনতা বার্তা দিতে গিয়েই সমালোচনার সম্মুখীন হলেন কিংবদন্তি যুবরাজ সিং। দিল্লির মেট্রো কোচগুলিতে পোস্ট করা হয়েছে সেই সতর্কবার্তা। যা দেখে বিরক্ত প্রকাশ করেছেন নেটবাসী।
নেটজনতার এই সচেতনতামূলক বিজ্ঞাপনে বিরক্তি প্রকাশের কারণ হলো স্তনের সাথে কমলালেবুর তুলনা। যুবির এই এনজিও তরফে পোস্ট করা সচেতনতামূলক বার্তায় দেখা যায়, এক মহিলা একটি বাসে উঠে কমলালেবু বিক্রি করছেন। আর এই ছবির শিরোনামে লেখা রয়েছে ‘চেক ইউর অরেঞ্জস ওয়ান্স এ মান্থ’। যার অর্থ হল মাসে একবার করে নিজের কমলা পরীক্ষা করুন। বিজ্ঞাপনের এই শব্দচয়ন দেখেই রেগে আগুন নেটজনতা। বিজ্ঞাপনের এই ছবি তুলে সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছেন নেটবাসী। ভাষার ব্যবহার নিয়ে কটাক্ষ করা হয়েছে যুবির (Yuvraj Singh) এনজিওকে। কেউ কেউ আবার কিংবদন্তিকে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কথাও বলেছেন।