Son of Sanjay Bangar: ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে লিঙ্গ পরিবর্তন এখনকার সমাজের একটি সাধারণ বিষয় হয়ে উঠছে। এবার ওই একই পথে হাঁটলেন প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বঙ্গারের ছেলে আরিয়ান বঙ্গাল। আরিয়ান থেকে হয়ে উঠলেন অনয়া। তারকা ক্রিকেটারের ছেলের এরূপ সিদ্ধান্তে হইচই পড়েছে নেট মাধ্যমে। জানা যাচ্ছে হরমোন ট্রান্সপ্লান্ট করে একজন ট্রান্সজেন্ডার মহিলা রূপে নিজেকে প্রকাশ করেছেন এই ক্রিকেটার।
সঞ্জয় বঙ্গারের ছেলে (Son of Sanjay Bangar) আরিয়ান নিজেই ভারতীয় ক্রিকেট জগতের একজন উজ্জ্বল মুখ। কিন্তু তিনি হঠাৎ কেনো এমন সিদ্ধান্ত নিলেন সেই নিয়ে রীতিমতো অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেটের অনেক ব্যক্তিবর্গ! জানা যাচ্ছে সম্প্রতি নিজের হরমোন প্রতিস্থাপন করেছেন আরিয়ান। সুস্থ হওয়ার পরই নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দিয়েছেন। মাঝে কেটেছে ১০ মাস, এই যুব ক্রিকেটার তার নাম বদলে রেখেছেন অনয়া। ক্রিকেটার নিজে একটি ইন্সটাগ্রাম পোস্ট শেয়ার করে ভক্তদের সাথে খবরটি ভাগ করে নিয়েছেন।
এই প্রসঙ্গে সঞ্জয় বাঙ্গারের ছেলে (Son of Sanjay Bangar)ক্রিকেটার আরিয়ান জানান ছোট থেকেই ক্রিকেট তাঁর জীবনের অংশ। মূলত বাবাকে দেখেই বাবার মতো হতে চেয়েছেন তিনি। বাবার মতো নিয়মানুবর্তিতার সাথে ক্রিকেটকে ভালবেসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার স্বপ্নে বড় হয়ে উঠেছেন আরিয়ান ওরফে অনয়া! তবে তিনি এখন একজন ট্রান্সজেন্ডার, এই সার্জারি তার জীবনের অনেক বড় পরিবর্তন এনেছে। তাই তিনি তাঁর এতদিনের স্বপ্ন থেকে এখন অনেক দূরে সরে গিয়েছেন।
আরো পড়ুন: ইডেন গার্ডেন্স ছাড়তে হচ্ছে কেকেআর-কে, কোথায় খেলবে নাইট রাইডার্সর
অনয়া এখন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে থাকেন। জানা যাচ্ছে সেখানেই একটি ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেন তিনি। তবে কোন ক্লাব সেই নাম এখনও জানা যায়নি। তবে তাঁর ইন্সটাগ্রামে একটি পোস্ট থেকে জানা যায় সেখানে একটি ম্যাচে তিনি ১৪৫ রান করেছেন! তবে ইতিমধ্যে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ২০২৫ সাল থেকেই মহিলাদের ঘরোয়া ক্রিকেটে ট্রান্সজেন্ডার মহিলাদের খেলা নিষিদ্ধ করে দিয়েছে। তবে তারা অন্য একটি ভাবে তৃতীয় স্তরের ঘরোয়া ক্রিকেটে যোগ দিতে পারবে।
প্রসঙ্গত বলে রাখি অনয়ার বাবা সঞ্জয় বাঙ্গার ২০১৭-২০১৮ মরশুমে ভারতীয় জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। এই সময়ে প্রথমে হেড কোচ ছিলেন অনিল কুম্বলে এবং পরে হন রবি শাস্ত্রী। এছাড়াও তিনি ইন্ডিয়ার হয়ে ১২টি টেস্ট এবং ১৫টি ওডিআই ম্যাচ খেলেছেন। আইপিএলেও আরসিবি দলের ২০২২ মরশুমের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এরপর ২০২৩ সালেও পাঞ্জাব কিংসের উন্নয়ক গোষ্ঠীর প্রধান হিসেবে কাজ করেন।