Favourite Zodiacs Of Ganesha: সুখ-বিলাসিতায় জীবন কাটে এই ৩ রাশির, পায় গণেশের আশীর্বাদ

Favourite Zodiacs Of Ganesha: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি দেবদেবীর প্রিয় রাশি থাকে। আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন সিদ্ধিদাতা গণেশের প্রিয় রাশি কোনগুলো। রাশিচক্রের কোন কোন রাশিগুলো গণেশের প্রিয় রাশি জানতে হলে এই প্রতিবেদনটি পড়া অত্যন্ত আবশ্যিক। প্রতিবেদনে উল্লেখ করা রয়েছে ৩ রাশির নাম, যারা সিদ্ধিদাতার অন্যতম কাছের। এদের জীবনে কখনোই দুঃখ কোন খারাপ প্রভাব ফেলতে পারে না। গণেশের আশীর্বাদে সারাজীবন সুখে কাটে এই রাশির জাতকদের। বিশদে জানতে গেলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই উপযুক্ত।

মেষ রাশি (Aries):

তালিকার প্রথমেই রয়েছে মেষ রাশি। গণেশের আশীর্বাদ (Favourite Zodiacs Of Ganesha) থেকে কখনোই বঞ্চিত হন না এই রাশির জাতক জাতিকারা। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সর্বদা এদের মাথার ওপরে থাকে। মেষ রাশির জাতকরা আজীবন দিন অতিবাহিত করে সুখ স্বাচ্ছন্দের মধ্যে। টাকা-পয়সার কখনও অভাব হয় না। কেরিয়ারে এদের এতটাই উন্নতি হয় যা দূর করে দেয় সমস্ত দুঃখ কষ্ট।

মকর রাশি (Capricorn):

রাশিচক্রের আরেকটি রাশিও গণেশের অত্যন্ত প্রিয় (Favourite Zodiacs Of Ganesha)। গণেশের অন্যতম প্রিয় রাশিগুলির মধ্যে রয়েছে মকর রাশির নাম। কর্মক্ষেত্রে এই রাশিদের ভাগ্য সর্বদা সদয় থাকে। কখনো কোনো রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না, এই রাশির জাতকদের। অর্থলাভ হয় দুহাত ভরে। ব্যবসায় বিরাট লাভ করে থাকেন এই রাশির জাতকরা। সারাজীবন সুখেই কেটে যায় এই রাশির জাতক জাতিকাদের।

আরও পড়ুন: জীবিকা নির্ধারণেও প্রভাব ফেলে জন্ম তারিখ, তেমনটাই বলছে সংখ্যা তত্ব

মিথুন রাশি (Gemini):

মিথুন রাশির জাতক-জাতিকারা সর্বদাই লাভ করে গণেশের কৃপা (Favourite Zodiacs Of Ganesha) । গণেশের আশীর্বাদে লাভের মুখ দেখেন মিথুন রাশির জাতকরা। এইসব রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিশাল উন্নতি হয়। যেকোনো চাকরিতে সাফল্যের যোগ থাকে। এদের জীবন সুখে কাটে। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কোনরকম কষ্ট কখনো ছুঁতে পারে না এই রাশির জাতক জাতিকাদের।

চলতি বছর কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত স্পর্শকাতর। কারণ এই বছরের ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। এই দুটি গ্রহের সংযোগের প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা। হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। সূর্যদেব এই বিশেষ দিনে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে। নিমিষেই ঘুরতে চলেছে ভাগ্যের চাকা। তবে কোন কোন রাশির ভাগ্য বদলাবে জানেন কি তা? মিথুন, কুম্ভ ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১২ এপ্রিল শনির পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। হিন্দু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ভাগ্য সহায় হবে কন্যা, মীন ও কর্কট রাশির জাতকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *