Underarms Dark Spot: বগলের নিচে জমেছে কালচে দাগ, জেনে নিন তোলার কিছু ঘরোয়া উপায়

Underarms Dark Spot: নারী-পুরুষ নির্বিশেষে অন্যতম একটি সমস্যা হলো বগলের কালো ছোপ। মূলত বংশগত, ওজন বেড়ে বা কমে যাওয়ায়, ডায়াবেটিস অথবা অতিরিক্ত ডিও ব্যবহারের ফলে বগলে এই কালো দাগ সৃষ্টি হতে পারে। তবে কিছু ঘরোয়া উপায়ও রয়েছে যা এই বিরক্তিকর দাগ থেকে মুক্তি দেবে সহজেই। আজকের প্রতিবেদনে সেই উপায়গুলি নিয়েই আলোচনা করা হলো।

বগলের কালো দাগ তোলার উপায় (Underarms Dark Spot Removal):

১. যেকোনো কালো দাগ তোলার ক্ষেত্রে আলু খুব উপকারী। এতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের পোড়া ভাব দূর করে ঔজল্য ফিরিয়ে আনে।
পদ্ধতি: এক টুকরো আলু নিয়ে বগলের কালো জায়গা গুলিতে কিছুক্ষণ ঘষতে হবে। এরপর ১০-১৫ মিনিট পর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। এটি দিনে দুবার ব্যবহার করা যাবে।

২. শশাতেও থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের কালো দাগ হালকা করে দেয়।
পদ্ধতি: এক টুকরো শসা বগলের কালো দাগের (Underarms Dark Spot) উপর দিনে দুবার ম্যাসাজ করা যেতে পারে অথবা শসার রসের সাথে হলুদ গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে বগলের কালো জায়গায় লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে নিতে হবে।

আরো পড়ুন: সকালে খালি পেটে ভেজানো আমন্ড খেলে সারে বিভিন্ন রোগ! জানেন কি কি?

৩. বগলের কালো দাগ ওঠাতে বেকিং সোডার গুরুত্ব অপরিসীম।
পদ্ধতি: সোডা ও জলের পেস্ট বানিয়ে বগলের কালো দাগে ভালো করে ঘষে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে কমপক্ষে ৪ বার ব্যবহার করলে ফল পাবেন।

৪. এছাড়া লেবুতেও রয়েছে প্রাকৃতিক ব্লিচিং পদার্থ। এটির মধ্যে থাকা বিভিন্ন গুণাগুণ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
পদ্ধতি: লেবু সরাসরি কালো অংশে ব্যবহার করে ১০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। এছাড়া লেবুর রস ও চিনির মিশ্রণ ঘোসলেও ফল পাওয়া যাবে।

৫. বগলের কালো দাগ (Underarms Dark Spot) তুলতে আরেকটি ঘরোয়া উপায় হলো নারকেল তেলের ব্যবহার।
পদ্ধতি: কালো স্থানে নারকেল তেল ম্যাসাজ করতে হবে ১০-১৫ মিনিট। এরপর উষ্ণ গরম জলে জায়গাটা ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *