Kolkata Metro: আবারও যাত্রী ভোগান্তি মেট্রো রেলে, বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

Kolkata Metro: কলকাতা মেট্রো নাম শুনলেই মাথায় আসে অবিচ্ছেদ্য পরিষেবার কথা। শুরুর দিন থেকেই যাত্রীদের সুবিধার্থে বছরের পর বছর ধরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মেট্রো রেল। একের পর এক নতুন নিয়মের সংস্করণ, নিয়ম বদল করে ক্রমাগত যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ পরিষেবা দিয়েছে মেট্রো রেল। সঙ্গে বেড়ে চলেছে এর পরিষেবা দেওয়ার একালাও। একাধিক লাইনে পরিষেবা দেওয়ার কাজ চলছে জোর কদমে।

সঙ্গে যাত্রীদের সুবিধায় একাধিক অতিরিক্ত মেট্রো চলাচলের বন্দোবস্ত করা হয়েছে। দেওয়া হয়েছে রাতের অতিরিক্ত মেট্রো। মূলত রাতে কর্মরত যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আনা হয়েছে এই বিশেষ রাতের ট্রেন পরিষেবা। এছাড়া যাত্রীদের ভিড় সামলাতে দমদম থেকে কিছু মেট্রোর শেষ স্টেশন সরিয়ে এনে নোয়াপাড়া পর্যন্ত করে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত ভিড়েও অফিস টাইমেও যাত্রীরা এর অবিচ্ছেদ্য পরিষেবা গ্রহণ করতে পারে। তাই কলকাতার বিভিন্ন গন্তব্যে অনায়াসেই, কোনো যান জটের পরোয়া না করে সহজেই পৌঁছে যেতে যাত্রীরা ভরসা করেন কলকাতা মেট্রোর (Kolkata Metro) উপরেই।

তবে এবার সেই অবিচ্ছেদ্য পরিষেবার মধ্যে কিছুটা বিচ্ছেদ আসতে চলেছে। যেখানে আগামী ১২ই এবং ১৯শে জানুয়ারি বন্ধ থাকতে চলেছে বিশেষ লাইনের মেট্রো পরিষেবা। এদিন সমাজ মাধ্যমে কলকাতা মেট্রোর (Kolkata Metro) অফিসিয়াল পেজ থেকে এই খবর জানানো হয়েছে যাত্রীদের উদ্দেশ্যে। জানা যাচ্ছে হাওড়া ময়দান থেকে এস্প্ল্যানেড রুটে ২ নং গ্রিন লাইনে বন্ধ থাকবে পরিষেবা। সূত্রের খবর লাইনে ইন্টারলকিং সংক্রান্ত কাজ চলার দরুন পরিষেবা বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ৫৮৮ টি মামলার জরিমানায় আদায় ১.৫ লক্ষ, বড় সড় অভিযান শিয়ালদহে

আসলে ১২ই এবং ১৯শে জানুয়ারি দুটিই আসলে রবিবার পড়ায় মেট্রোর যাত্রীদের খুব একটা সমস্যা হবেনা বলে আশা করছে কলকাতা মেট্রোর (Kolkata Metro Service) দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। যেহেতু রবিবারে এমনিতেই ১ নং গ্রিন লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকে এবং অন্য দিকে রবিবারে দুপুর ২টো থেকে ২ নং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা চালু হয়। আর এবার ১২ই এবং ১৯শে জানুয়ারি এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

অর্থাৎ পরপর দুটো রবিবার গ্রিন লাইনে চলবেনা মেট্রো। খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার কথা রয়েছে। আর এই জন্য এই রুটে চলবে ট্রায়াল মেট্রো। এর সাথেই পুরো লাইন জুড়ে চলবে ইন্টারলকিং-এর কাজ। আর সেই জন্যই ছুটির দিন বুঝে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। রবিবার যেহেতু সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয় সেই জন্য রবিবার বেছে নেওয়া হলেও অন্যান্য প্রয়োজনেও যাত্রীরা মেট্রো বন্ধের কারণে অসুবিধায় পড়তে পারেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *