North Bengal Offbeat Places: সামনেই আসছে ছুটির মরশুম! ছুটি উপলক্ষে উত্তর বঙ্গে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন অথচ ভিড় পছন্দ করেননা। খুঁজে চলেছেন স্বর্গীয় অফবিট (Offbeat Places of Northbengal) কোনো পাহাড়ি গ্রাম তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। ছুটির মরশুম মানেই পাহাড়ে ভিড় জমাবেন সমতলের মানুষ এই বিষয় অস্বাভাবিক নয়। তবে নিরিবিলি প্রকৃতির মাঝে কোথায় গেলে মন এবং শরীরের আরাম হবে জানতে চাইলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে। আলোচনা করা হলো উত্তরবঙ্গের তিনটি অফবিট জায়গা (North Bengal Offbeat Places) সম্পর্কে:
১. তেন্দ্রাবং
শহরের কোলাহল ছড়িয়ে পাহাড়ি গ্রামের স্বর্গীয় সৌন্দর্য্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন এই তেন্দ্রাবং থেকে। পাহাড় ও মেঘেদের খেলা দেখতে দেখতে ক্যামেরা হাতে উপভোগ করা যেতে পারে পাহাড়ের গ্রামীণ মানুষের বাড়ি ঘর, অর্কিড, পাহাড়ি পাখি, প্রজাপতির মেলা। সঙ্গে গ্রামের মানুষের সরলতার গা ঘেঁষে থাকা তো রয়েছেই।
দর্শনীয় স্থান: তেন্দ্রাবং এলাকায় পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে স্থানীয়দের জীবন-যাপন, সংস্কৃতির স্বাদ নেওয়া যেতে পারে। স্থানীয় গির্জাটি ঘুরে দেখা গেলে মন্দ হবেনা। এছাড়াও গাড়ি ভাড়া করে ঘুরে আসা যেতে পারে কোলাখাম, ছাঙ্গে জলপ্রপাত, লাভ ও রিশপ।
হোটেল বা হোমস্টে: এই পাহাড়ি ওফবিট স্থানে (North Bengal Offbeat Places) হোটেল পাওয়া যাবেনা তাই হোমস্টে গুলোতেই ভরসা রাখতে হবে। বাড়ির খাবার আর আতিথেয়তা মিলিয়ে থাকা ও খাওয়ায় খরচ হতে পারে মাথাপিছু ১০০০-১৫০০ টাকা।
পথ নির্দেশিকা: কলিঙপং থেকে এই স্থানের দূরত্ব ২৩ কিলোমিটার। সরাসরি NJP থেকে গাড়িতে যাওয়া যেতে পারে। মোট দূরত্ব ৯৪ কিলোমিটার। এছাড়া শেয়ার গাড়িতে কালিংপং এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে গন্তব্যে।
২. মাইরুং গাঁও
শহুরে জীবনের কোলাহল দূরে সরাতে এবং প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ঘুরে আসা যেতে পারে মাইরুং গাঁও থেকে।
দর্শনীয় স্থান: পায়ে হেঁটে পাহাড়ি গ্রাম দেখার পাশাপাশি গাড়ি করে ঘুরে দেখা যেতে পারে ডুকা ভ্যালি, ডুকা ফলস, ডেলো পার্ক, ইচ্ছে গাঁও। লাভা বা রিশপ ভ্রমণের ক্ষেত্রেও এই স্থান বেশি দূরে নয়।
হোটেল বা হোমস্টে: এইটিও উত্তরবঙ্গের পাহাড়ের মাঝে অফবিট জায়গা (North Bengal Offbeat Places) হওয়ায় হোমস্টেগুলিতেই ঘরোয়া আতিথেয়তায় কাটিয়ে দিতে হবে। প্রতিদিন মাথাপিছু খরচ হতে পারে ১৪০০-২০০০!
পথ নির্দেশিকা: নিউ জলপাইগুড়ি থেকে এর দূরত্ব ৯৩ কিলোমিটার। সোজাসুজি গাড়ি রিসার্ভ করে পৌঁছানো যেতে পারে এছাড়া স্টেশন থেকে শেয়ার গাড়িতে আসতে হবে আলগাড়া পর্যন্ত। এরপর সেখান থেকে ৮ কিলোমিটার রাস্তা।
আরো পড়ুন: মালদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ, শীতের ছুটিতে কোনটা বেস্ট জানুন
৩. মিলন টপ
কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে করতে চায়ের চুমুক দিতে কেই না চায়! সঙ্গে যদি থাকে নিরিবিলি পরিবেশের হাতছানি। শুদ্ধ বাতাসে নিশ্বাস নিতে আসা যেতে পারে উত্তর বঙ্গের আরেকটি অফবিট স্থান (North Bengal Offbeat Places) মিলন টপে।
দর্শনীয় স্থান: পায়ে হেঁটে পাহাড়ি গ্রামের আশেপাশে ঘুরতে পারেন এছাড়া গাড়ি নিয়ে বেরোনো যেতে পারে পেডং, সিলারি গাঁও, ইচ্ছে গাঁও। যাওয়া যেতে পারে ডেলো পার্কেও।
হোটেল বা হোমস্টে: এখানেও ভরসা করতে হবে হোমস্টে গুলিতে। বেশ কয়েকটি থাকার জায়গা রয়েছে এখানে। থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ হতে পারে ১৫০০-২০০০ টাকা।
পথ নির্দেশিকা: নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই স্থানের দূরত্ব ৯৫ কিলোমিটার যা সরাসরি গাড়ি ভাড়া করে আসা যেতে পারে। আবার কালিঙপং পর্যন্ত শেয়ার গাড়ি করে এসে পুনরায় অন্য একটি শেয়ার গাড়িতে চলে আসা যায় পেডঙ্গের এই অপরূপ গ্রামে।