Royal Challengers Bangalore: বাঙালি আরসিবি সমর্থকদের জন্য রইল দারুন সুখবর, দলের মেন্টর হতে পারে সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। নিজের পছন্দের খেলোয়াড় অথবা পছন্দের জেলাকে সমর্থন করে নিজের পছন্দের দল বেছে থাকেন সমর্থকরা। আপনি কোন দলের সমর্থক? আপনি যদি আরসিবি দলের সমর্থক হয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুন সুখবর রয়েছে। আরসিবি দলের নতুন ম্যান্টর হিসেবে যুক্ত হতে পারেন সৌরভ গাঙ্গুলী।
আইপিএল ২০২৫ শুরু হতে এখনো বেশ কিছুটা দিন বাকি রয়েছে। কিন্তু তার আগে দল গঠন নিয়ে শুরু হয়েছে একাধিক জল্পনা। প্রায় প্রত্যেকটা দলই তাদের গুরুর আসন পরিবর্তন করতে প্রস্তুত। বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড়কে অত্যন্ত সম্মানের সাথে দলের প্রধান হিসেবে নিযুক্ত করেছে রাজস্থান রয়্যালস। একইভাবে মুম্বাই ইন্ডিয়ানস ব্রিগেডে ফিরিয়ে আনা হয়েছে প্রাক্তন কোচ মাহেলা জয়বর্ধনকে। আবারও তার হাতে তুলে দেওয়া হয়েছে দলের গুরু দায়িত্ব।
প্রথমে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রাক্তন কোচ রিকি পন্টিংকে বরখাস্ত করা হয় দল থেকে। আর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে নিযুক্ত হন হেমাঙ্গ বাদানি। ২০২৩ – ২০২৪ সালে আয়োজিত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডায়রেক্টর অফ অপারেশন পদে নিযুক্ত ছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি দলে যুক্ত হওয়ার পরও দলের তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। তাই তার পরিবর্তে নিয়োগ করা হয়েছে ভেনু গোপাল রাওকে।
আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হতে পারে পাকিস্তানের! আয়োজন হওয়ার সম্ভাবনা এই তিন দেশে
সৌরভ গাঙ্গুলী দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছেন ঠিকই, তবে আইপিএল ছেড়ে দিয়েছেন এমনটা কিন্তু নয়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আসন্ন আইপিএল ২০২৫ এ আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মেন্টর হিসেবে নিযুক্ত থাকবেন বাংলার কিংবদন্তি খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী। তিনি শুধু একজন বাঙালি ক্রিকেটার নন, তিনি বাঙালির আবেগ। তথ্যসূত্রে জানা গেছে, আরসিবি এবং সৌরভ গাঙ্গুলীর মধ্যে যাবতীয় কথাবাত্রা এবং সই সাবুদ হয়ে গেছে। সৌরভ গাঙ্গুলী এই গুরু দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
দিল্লি ক্যাপিটালস বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই দলই এখনো পর্যন্ত আইপিএলের শিরোপা জয় করতে ব্যর্থ। দুই দলই পরিবর্তন করেছে একাধিক মেন্টর। তারপরেও সফলতা হাতে আসেনি। এই পরিস্থিতিতে অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলীর হাত ধরে এবার কি রয়্যাল চ্যালেঞ্জার্স অফ ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) আইপিএলের শিরোপা নিজের নামে করতে পারবে? খেলার মাঠেই পাওয়া যাবে এর উত্তর।