সকল ধর্ম বর্ণের মানুষ নিয়েই গঠিত এই পৃথিবী। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। সেই অনুযায়ী সেইসব মানুষদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের চলচ্চিত্র তৈরি করা হয়। আর তার মধ্যে অন্যতম একটি চলচ্চিত্র জগৎ হল বলিউড। সাম্প্রতিক এই বলিউড জগতে মহারাজের বায়োপিক নির্মাণ নিয়ে চলছে চরম জল্পনা। এদিন ২৮তম বিবাহবার্ষিকীতে সেই জল্পনায় সিলমোহর দিলেন সৌরভ দা। কি বললেন তিনি? সত্যিই কি তাঁর জীবনীছবি তৈরি হবে? হলেই বা তাতে কে অভিনয় করবেন?
প্রসঙ্গত, বর্তমানে বলিউড জগতে দেশের মহান ব্যক্তিদের জীবনীছবি নির্মাণ করা হচ্ছে। যা দেখতে বেশ আগ্রহী হতে দেখা যাচ্ছে দর্শকদের। আর সেই দর্শকদের আগ্রহে এবার মহারাজের অর্থাৎ খেলোয়ার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক তৈরির কথা শোনা গিয়েছিল। সর্বত্র সেই নিয়েই চারিদিকে চলছিল চরম আলোচনা। কে দাদার চরিত্রে অভিনয় করবেন? ডোনাদির চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে এই সমস্ত বিষয়ে। এবার সেই নিয়েই আসল খবর জানালেন দাদা। কি বললেন তিনি?
মহারাজের জীবনীছবি নির্মাণের খবর প্রকাশ্যে আসাতেই জল্পনা উঠেছিল পর্দার সৌরভ গাঙ্গুলি কে হবেন? এ বিষয়ে জানা গিয়েছিল রাজকুমার রাওকে পর্দার সৌরভ হিসেবে দেখা যাবে। তবে দাদাও পর্দার সৌরভ হিসেবে যে রাজকুমার রাও-এর উপরে ভরসা করছেন তা জানালেন তাঁর ২৮ তম বিবাহবার্ষিকীতে। শুক্রবার ২৮তম বিবাহবার্ষিকী পালিত হয় সৌরভ-ডোনা গাঙ্গুলীর। আর এদিনই স্বয়ং মহারাজ বেশ কিছুদিন ধরে চলা এই জল্পনায় সিলমোহর দিয়েছেন।
আরও পড়ুন: শোলের বিখ্যাত চরিত্র গব্বর, কিন্তু আমজাদ খানের এই রোল করার কথাই ছিল না
খবর অনুযায়ী প্রথমে সৌরভের বায়োপিকে পর্দায় তার ভূমিকা অভিনয় করার জন্য বাছা হয়েছিল রণবীর কাপুরকে। পরবর্তীতে অভিনয়ের জন্য আয়ুষ্মান খুরানার নামও উঠে আসে। তবে সাম্প্রতিক রাজকুমার রাও-এর চরিত্রে সীলমোহর দেন মহারাজ। রাজকুমার রাওকে তো দাদার চরিত্রে দেখা যাবে বিপরীতে কে থাকবে তৃপ্তি ডিমরি? এই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত খবর জানা যায়নি। পার্শ্ব চরিত্রে কাদের দেখা যাবে তাও প্রকাশ্যে আসেনি। তবে খবর রয়েছে সৌরভ-ডোনা গাঙ্গুলীর কন্যা সানার আগ্রহে ডোনাদির চরিত্রে ভাবা হয়েছে তৃপ্তি ডিমরিকে। কবে থেকে শুরু হবে শুটিং?
সম্প্রতি মহারাজের জীবনীছবি নিয়ে প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে রাজকুমার রাও-এর সাথে। সমাপ্ত হয়েছে চিত্রনাট্যের ঘষা মাজা। বর্তমানে অভিনেতার হাতে রয়েছে অনেকগুলো কাজ। তাই ছবির শুটিং শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আশা করা যাচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে এগোলো জুলাইয়ের প্রথম দিকেই শুরু হতে পারে মহারাজের বায়োপিকের শুটিং। ছবির পরিচালনায় রয়েছেন বিক্রম মোতওয়ান এবং প্রযোজনা করবেন লভ রঞ্জন।