Dentistry: দাঁত হলো মানুষের মুখমন্ডল গঠনের বিশেষ অংশ। যেটা না থাকলে মুখের সৌন্দর্য বিকৃত হয়ে যায়। গাল ভেতরের দিকে ঢুকে যায়। মূলত মধ্য বয়স বা বৃদ্ধ বয়সে এই বিকৃতি ঘটে। তবে আর দাঁতের সৌন্দর্য নিয়ে সমস্যা নয়। দাঁতের সমস্যায় দাঁত তোলা হোক বা মধ্য বয়সে দাঁত পড়ে গেলে আর নকল দাঁত বসাতে হবে না। দাঁতের কোষ থেকেই গঠিত হবে আসল দাঁত। কিন্তু কিভাবে? সেই বিষয়েই এক বিশেষ গবেষণায় সফল হলো লন্ডন কিংস কলেজ। কি আবিষ্কার করল?
দাঁতের (Dentistry) প্রয়োজনীয়তা ও উপকারিতা
কম-বেশি সকল প্রাণীর একটি বিশেষ অঙ্গ হল দাঁত। যা মূলত খাদ্য চর্বন এবং কর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফলস্বরূপ খাদ্য গ্রহণের জন্য দাঁত থাকা অবশ্যই প্রয়োজন। যেমন মুখে সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি খাবার কেটে খাওয়া বা ভালোভাবে চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে উপকার করে। যা হজমে সহায়তা করে। ফলে এই দাঁত (Dentistry) পরিণত বয়সে ভেঙ্গে গেলে বা কোনো সমস্যায় দাঁত তুলতে হলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। গিলে খেতে হয়। যার ফলে খাবার ঠিকঠাক ভাবে হজম হয় না। তবে এবার আর এই দাঁত নিয়ে কোনো সমস্যা নয়। তেমনই বিশেষ পদ্ধতি নিয়ে এলো গবেষকরা।
ডেন্টাল ইমপ্ল্যান্টস
বিশেষত জন্মের পরই দাঁত গজায় না। ছমাস পর থেকে শিশুদের মাড়ি থেকে ছোট ছোট দাঁত বের হয়। যে দাঁতগুলিকে দুধ দাঁত বলা হয়। সাত আট বছর বয়সে সেই দুধ দাঁত পড়ে গিয়ে আবার ওই কোষ থেকে নতুন দাঁত গজায়। যা বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে। কিন্তু সব দাঁত বৃদ্ধ বয়স পর্যন্ত সঙ্গী হয় না। মধ্য বয়সে দাঁতের কোনো সমস্যার কারণে দাঁত পড়ে যায় বা দাঁত তুলতে হয়। ফলে সেই জায়গায় আর নতুন করে দাঁত হয় না। সেখানে ডেন্টাল ইমপ্ল্যান্টস বা ফিলিং করার জন্য নকল দাঁত (Dentistry) বসাতে হয়। কিন্তু সেই দাঁতও দীর্ঘ সময় টেকসই হয় না। সেই কৃত্তিম দাঁত নড়বড়ে হয়ে গেলে আবার একই পদ্ধতিতে কৃত্রিম দাঁত বসাতে হয়। তাই সেই ঝামেলা দূর করতে দন্ত চিকিৎসা নিয়ে গবেষণা করে বিশেষ পদ্ধতির উদ্ভব ঘটিয়েছে লন্ডন কিংস কলেজ।
লন্ডন কিংস কলেজের গবেষণা
বলা যায় দন্ত চিকিৎসায় (Dentistry) নবজাগরণ ঘটালো লন্ডন কিংস কলেজের গবেষকরা। দীর্ঘ সময় ধরে দাঁতের পুনর্জন্ম হবার নানান গবেষণা চালিয়েছে লন্ডন কিংস কলেজের গবেষকরা। আর সেই গবেষণায় এমন একটি জিনিস আবিষ্কার করেছে যা মধ্য বয়সে দাঁত পড়ে গেলে বা তুলে দিলে সেই জায়গায় নতুন দাঁত তৈরি হওয়ার পরিবেশ সৃষ্টি করবে। মাড়ি দিয়ে দাঁতের গঠন শুরু হবে।
আরও পড়ুন: অবাঞ্ছিত বিজ্ঞাপনের কারণে বিরক্ত? কি উপায় শেখালো গুগল?
মানব দাঁতের আবিষ্কার
কি এমন আবিষ্কার করল লন্ডন কিংস কলেজের গবেষকরা? দাঁতের পুনর্জন্ম হওয়ার জন্য এক বিশেষ প্রক্রিয়ার উদ্ভব ঘটিয়েছে লন্ডন কিংস কলেজের বিশেষজ্ঞরা। যে প্রক্রিয়ার মাধ্যমে নকল দাঁতের বদলে অবিকল আসল দাঁত বসিয়ে নেওয়া যাবে। বলা যায় এই মানব দাঁত (Dentistry) চোয়াল বা মাড়ির সাথে খাপ খাইয়ে নিজেই বড় হতে থাকবে।
বিজ্ঞানীদের বক্তব্য
দন্ত চিকিৎসার এই বিশেষ আবিষ্কার প্রসঙ্গে লন্ডন কিংস কলেজের গবেষকরা বলেন, বহু দাঁতের রোগীরা দাঁত তুলে বিকল্প হিসেবে ফিলিং করান বা ডেন্টাল ইমপ্ল্যান্টসের মাধ্যমে নকল দাঁত বসান। তবে আর সেই সব ইমপ্ল্যান্টসের ঝক্কি পোহাতে হবে না রোগীদের। এবার নিজেদের দাঁতই (Dentistry) রোগীরা ফিরে পাবে বলে জানালেন কিংস কলেজের রিজেনারেটিভ ডেনটিস্ট্রির ডিরেক্টর ডা. অ্যানা অ্যাঞ্জেলোভা ভোলপনির। এই আবিষ্কার গবেষণায় তো বেশ সফলতা পেয়েছে এবার দেখার বাস্তবে এই প্রক্রিয়া কতটা উপকার করে দন্ত রোগীদের।