AI Course: প্রযুক্তি জগতে কম্পিউটার বিজ্ঞানের এক বিশেষ শাখা হল কৃত্রিম বুদ্ধিমত্তা। যাকে ইংরেজিতে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সংক্ষেপে ডাকা হয় এআই। যার মাধ্যমে যে কোনো ডিজিটাল ডিভাইসে দারুন দারুন কাজকর্ম করা যায়। শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য, শিল্প, বিনোদন জগত সমস্ত জায়গাতেই দুর্দান্তভাবে ব্যবহার করা হচ্ছে এআই। এবার এই এআইয়ের ব্যবহার নিয়ে এক বিশেষ খবর জানালো রামকৃষ্ণ মিশন। সাংবাদিকতার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেবে রামকৃষ্ণ মিশন। কি কারণে এই উদ্যোগ? কবে থেকেই বা শুরু হবে? কোর্সের নাম কি? বিষয়বস্তু কি রয়েছে?
রামকৃষ্ণ মিশনের এআই কোর্স (AI Course) করানোর উদ্যোগ
পৃথিবীতে সব জিনিসেরই অসুবিধা যেমন রয়েছে তেমনি রয়েছে সুবিধা। সেক্ষেত্রে এআইকে যথেচ্ছভাবে ব্যবহার করছে সাধারণ মানুষ। কেউ খারাপ কাজে ব্যবহার করছে তো কেউ ভালো কাজে। তবে মানবজাতির কল্যাণে দুর্দান্ত অবদান রয়েছে এই এআইয়ের। অন্যদিকে আবার এর খারাপ ব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। মূলত সেই কারণেই জার্নালিজমে এআই ব্যবহারের পাঠ্যক্রম চালু করার কথা ভেবেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। যা আয়োজন করবে এই প্রতিষ্ঠানের একটি বেসরকারি সংস্থা প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেল ও মিডিয়া স্কিলস ল্যাব।
কোর্সের নাম
সম্প্রতি বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির তরফে সাংবাদিকতার উপর এই এআই-এর কোর্স (AI Course) করার কথা ভাবা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশিত করেছে বিজ্ঞপ্তি। যেখানে জানানো হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একটি এআই-এর উপর কোর্স করাবে। যে কোর্সনর নাম ‘এআই ইন জার্নালিজ়ম: নেভিগেটিং দ্য ফিউচার অফ নিউজ’। যার অর্থ হলো সাংবাদিকতার ক্ষেত্রে এআই-এর ব্যবহার আগামী দিনে কিভাবে জার্নালিজমের পট পরিবর্তন করতে পারে তারই প্রশিক্ষণ।
এআই কোর্সের বিষয়বস্তু
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানের তরফে চালু হতে চলা এই কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ্যক্রমে যে যে বিষয়গুলি শেখানো হবে তা হল সাংবাদিকতার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, ফ্যাক্ট চেকিং, অটোমেটেড কনটেন্ট ক্রিয়েশন, অডিয়েন্স ডেভেলপমেন্ট, ইনভেস্টিগেটেড সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, মাল্টিমিডিয়া এবং বিভিন্ন খবর সংগ্রহের ক্ষেত্রে এআই টুলের ব্যবহার।
আরও পড়ুন: যোগাযোগ মাধ্যমে নয়া পদক্ষেপ, নির্মিত হবে কংসাবতী-শিলাবতী নদীর উপর নতুন সেতু
পাঠ্যক্রমের পদ্ধতি
সাংবাদিকতার ক্ষেত্রে এআইয়ের এই বিশেষ কোর্সটি (AI Course) খুব দীর্ঘমেয়াদী নয়। মাত্র ৩ মাসের। এই কোর্সের জন্য প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না, বাড়িতে বসে অনলাইনেই প্রশিক্ষণ নিতে পারবে আবেদনকারী প্রার্থীরা। পরবর্তীতে কোর্স শেষ হলে সার্টিফিকেট দেওয়া হবে সেই সব প্রার্থীদের।
এআই কোর্সের আবেদন পদ্ধতি, ফি ও শেখানোর সময়সীমা
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই কোর্সে আবেদন করতে পারবেন। তবে এই কোর্সে সবাই আবেদন করতে পারবেন না। দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরায় এই কোর্সে (AI Course) আবেদনের সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ হল ৩০-৪-২০২৫। আবেদন প্রক্রিয়া শেষ হলে মে মাস থেকে শুরু হবে ক্লাস। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ২দিন সন্ধ্যেবেলা অনলাইনে এই কোর্সের ক্লাস করানো হবে। তবে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের ৩ মাসের জন্য ৫০০০ টাকা ব্যয় করতে হবে। এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট।