SSC: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিকে নিয়োগের নতুন তালিকা প্রকাশ করল এসএসসি। বহুদিন ধরে চলছিল উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সমস্যা। সমস্ত জটিলতা কাটিয়ে ২০২৪ এর অক্টোবর মাসে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। ৩রা এবং ৪ঠা অক্টোবর ২০২৪শে আয়োজিত হয়েছিল প্রথম রাউন্ড কাউন্সিলিং প্রক্রিয়া। সেদিনই ধরা পড়েছে এই সমস্ত অসংগতিগুলি। যার ফলে কমিশন থেকে সুপারিশ পত্র পাওয়া অনেক প্রার্থীও অংশগ্রহণ করতে বাধা প্রাপ্ত হয়। এরপর সমস্ত অসংগতি সংশোধন করে আবারো শূন্য পদ সংক্রান্ত নতুন তালিকা প্রকাশ করেছে এসএসসি।
শুক্রবার সন্ধ্যায় কমিশনের (SSC) সচিব একটি বিজ্ঞপ্তিতে নিজেদের ভুল স্বীকার করে জানিয়েছেন, অক্টোবর ২০২৪ এ প্রকাশিত শূন্য পদের তালিকায় বেশ কিছু ভুল তথ্য ছিল। যা সংশোধন করে সঠিক শূন্য পদগুলি আপলোড করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে। জেলা জুড়ে বিভিন্ন কারণে বেশ কিছু শূন্য পদের বিষয়ে অভিযোগ এসেছিল। বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং আয়োজিত হতে চলেছে খুব শিগগিরি। তার আগেই সংশোধিত তালিকাটি প্রকাশ করা হয় ১১ই নভেম্বর ২০২৪ এ।
কমিশনের (SSC) চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন শুক্রবার যে তালিকাটি প্রকাশিত হয়েছে সেই তালিকাটিতে শুধুমাত্র অভিযোগ করা শূন্য পদের বিবরণী রয়েছে। অর্থাৎ যে শূণ্যপদগুলি নিয়ে অভিযোগ এসেছিল শুধু সেগুলির জন্যই আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। সব থেকে বেশি নাম সংশোধিত করতে হয়েছে বীরভূম জেলায়। জেলাভিত্তিক মোট ৭৫৬ টি পদের বিবরণ রয়েছে এই তালিকায়। প্রথম রাউন্ডের কাউন্সেলিং এর পরে জানা যায় নির্বাচিত একাধিক প্রার্থী যে পদের জন্য নির্বাচিত হয়েছেন সেই পদের আদতে কোন অস্তিত্ব নেই। এই অভিযোগ উঠেছিল কালাচিনির একটি হিন্দি মাধ্যম স্কুলে ইতিহাসের শিক্ষক নিয়োগের পর।
আরো পড়ুন: আবারো কাজের সুযোগ! নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো ম্যাকাউট
কাজে যোগ দেবার উদ্দেশ্যে কালাচিনির ওই নির্দিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন প্রার্থী। তারপরেই প্রধান শিক্ষক জানান সেই বিদ্যালয়ের ইতিহাসের জন্য কোন শূন্য পদ নেই। তৎক্ষণাৎ কমিশনের (SSC) কাছে অভিযোগ জানান সেই প্রার্থী। প্রথম তালিকায় জেলা ভিত্তিক বিভিন্ন বিদ্যালয়ের মোট সাড়ে ৮ হাজার শূন্য পদের উল্লেখ করা হয়েছিল। এই তালিকার বিপক্ষে ওঠে একাধিক অভিযোগ। সবথেকে বেশি অভিযোগ এসেছিল নির্দিষ্ট পদের অস্তিত্ব না থাকার বিষয়ে। এরপর শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে সংশোধিত তালিকা প্রকাশ করেছে কমিশন।
স্কুল সার্ভিস কমিশনের (SSC) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম রাউন্ডে ১০০০টি শূন্য পদের জন্য মোট ৬৫৮ জনকে ডাকা হয়েছিল। তৃতীয় রাউন্ডের ক্ষেত্রে মোট ১৩ হাজার শূন্য পদের জন্য ডাকা হবে ৮৩৪২ জন প্রার্থীকে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন দীর্ঘ বাধা বিপত্তি কাটিয়ে প্রায় নয় বছর পর নিয়োগ করা হচ্ছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এই পরিস্থিতিতে নিয়োগ সংক্রান্ত তালিকায় ভুল থাকাটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সচ্ছ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ স্কুল সার্ভিস কমিশন। তাই প্রকাশিত তালিকার বিপক্ষে অভিযোগ ওঠা মাত্রই তার সংশোধনের বিষয়ে জোর দিচ্ছে কমিশন।