St Xaviers College Recruitment: কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ানোর স্বপ্ন দেখেন প্রচুর শিক্ষার্থী, সেই স্বপ্ন পূরণের সুযোগ এবার হাতের কাছে। হ্যাঁ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষকতার পদে নিয়োগ করা হবে। কলেজে কর্তৃপক্ষ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যে বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমে জানা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে এই কলেজে। আবেদনকারী প্রার্থীর বয়স কত হবে, কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি জানানো হবে এই প্রতিবেদন।
বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে (St Xaviers College Recruitment) একটি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। সেই বিভাগের পূর্ণ সময়ের জন্য কর্মী নিয়োগ করা হবে এবং আগ্রহী প্রার্থীদের এই কারণে অফলাইনে আবেদন করতে বলা হচ্ছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শূন্যপদ কয়টি? কোন বিভাগের জন্য নিযুক্ত করা হবে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে (St Xaviers College Recruitment) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শূন্য পদ একটি। এই পদে আবেদন করবার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। উপরে উল্লেখিত পদে ব্যক্তির বেতন কত হবে তার পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে আবেদনকারী প্রার্থীর যোগ্যতার বিষয়ে বলা হয়েছে।
আরো পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শূন্যপদের বিজ্ঞপ্তি, কোন যোগ্যতায় আবেদন
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে (St Xaviers College Recruitment) শিক্ষকতার পদে আবেদন করতে চাইলে অবশ্যই স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি নেট সেটের মতো যোগ্যতা থাকতে হবে এবং প্রার্থীর পিএইচডি থাকতে হবে। স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং সংক্রান্ত জ্ঞান ও বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এ যাদের দক্ষতা আছে, তাদেরকে এই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের (St Xaviers College Recruitment) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যারা কাজ করতে ইচ্ছুক তাদের অফলাইনে আবেদন করতে হবে এবং সেই কারণে নিজেদের যাবতীয় যোগ্যতার প্রমাণপত্র সহ আবেদন পত্র ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনমূল্য হিসেবে ২০০০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে। আবেদন করতে পারবেন আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত তথ্য জানতে কলেজের ওয়েবসাইটে নজর রাখুন।