State Bank of India: ১৪ হাজার ক্লার্ক নিয়োগ স্টেট ব্যাংকে, সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীদের

State Bank of India: ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক হলো স্টেট ব্যাংক। এবার সেই ব্যাংকের তরফে চাকরী প্রার্থীদের জন্য এলো বড় খবর। এবার বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চাইছে সংস্থাটি। আর সেই জন্যই যেসব চাকরী প্রার্থী ব্যাংকিং সেক্টরে নিজেদের কর্ম জীবন শুরু করতে চাইছেন তাদের জন্য বিশদে আলোচনা করা হলো।

সংস্থা:

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)

পদের নাম:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেট ব্যাংকের ক্লার্ক নিয়োগ করা হবে। পদের নাম জুনিয়র অ্যাসোসিয়েট।

শূন্যপদের সংখ্যা:

মোট ১৩,৭৩৫টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তবে রাজ্য ভিত্তিক শূন্যপদের সংখ্যা জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

বয়সসীমা:

উপরোক্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক স্টেট ব্যাংকে (State Bank of India) চাকরির ক্ষেত্রেও সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছোট দেওয়া হবে।

বেতন:

নির্বাচিত প্রার্থীদের বেসিক পে হিসেবে বেতন হবে ১৯,৯০০ টাকা থেকে ৪৭,৯২০ টাকা প্রতিমাসে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই যেকোনো একটি বিষয়ে স্নাতক পাশ হতেই হবে। এছাড়া ফাইনাল বর্ষের ছাত্র-ছাত্রীরাও অস্থায়ী ভাবে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

স্টেট ব্যাংকে (State Bank of India) জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর লগইন করে প্রয়োজনীয় তথ্য এবং নথি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, প্রকাশ হল বিজ্ঞপ্তি

আবেদন ফি:

আগ্রহী প্রার্থীদের ৭৫০ টাকা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়া SC, ST, PwBD এবং ESM কোটার প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবেনা।

সময়সীমা:

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ০৭/০১/২০২৫-এর মধ্যে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:

আবেদনকৃত প্রার্থীদের একটি প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণদের একটি মূল পরীক্ষা দিতে হবে। এছাড়া স্থানীয় ভাষা দক্ষতার পরীক্ষায় পাশ করলে তবেই প্রার্থী নির্বাচন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *